মুম্বই, ২৯ অগাস্ট: ঠক ঠক গ্যাং ('Thak Thak' Gang Video) হাজির। যারা গাড়ির জানলায় টোকা দিচ্ছে আর নিমেষের মধ্যে ঘটিয়ে ফেলছে অঘটন। কীভাবে এই ঘটনা প্রবাহ শুরু হয়েছে, তা না দেখলে বিশ্বাস হবে না আপনার।
সম্প্রতি মুম্বইয়ের (Mumbai) কুরলা ব্রিজে লাগানো একটি সিসিটিভি ফুটেজ থেকে একটি ভয়ঙ্কর দৃশ্য সামনে আসে। যেখানে দেখা যায়, এক গাড়ি চালক যখন ব্রিজ পার করছেন, সেই সময় তাঁর জানলায় এসে এক ব্যক্তি ঠক ঠক করে। তিনি গাড়ির জানলার কাঁচ নামিয়ে তার সঙ্গে দু, একটি কথা বলতে না বলতে, অপরজন অন্যদিকের জানলায় এসে হাজির হয়। এবার দ্বিতীয় ব্যক্তির সঙ্গে কথা বলার সময় মুহূর্তের মধ্যে প্রথম ব্যক্তি, কাঁচ গলিয়ে হাত ঢুকিয়ে আইফোন তুলে নেয়।
গাড়ির জানলার কাঁচ দিয়ে হাত বাড়িয়ে ওই ব্যক্তির দামি আইফোন সেখান থেকে তুলে নেয় প্রথম ব্যক্তি। তারপর থেকে প্রথম এবং দ্বিতীয়, দুই ব্যক্তিই সরে যায়। গাড়ি চালক কথা বলতে বলতে বুঝতেও পারেননি, যে ওই মুহূর্তে তাঁর আইফোন হাওয়া হয়ে গিয়েছে।
দেখুন গাড়ি থামিয়ে কী হচ্ছে...
एक ने ध्यान भटकाया, दूसरे ने आईफोन उड़ाया
नवी मुंबई : कुर्ला के SLR ब्रिज से आया ये वीडियो जहां एक युवक खिड़की पर ठक-ठक कर ड्राइवर का ध्यान भटकाता है और दूसरा व्यक्ति पलक झपकते ही आईफोन लेकर फरार हो जाता है. घटना कार में लगे CCTV कैमरे में रिकॉर्ड हो गई. पीड़ित ने FIR दर्ज कराई… pic.twitter.com/mHLrVq8KMf
— NDTV India (@ndtvindia) August 28, 2025
সম্প্রতি মুম্বইতে এমন ঠক ঠক গ্যাংয়ের প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে। যাদের কবলে পড়লে, নিমেষে আপনি নিঃশেষিত হয়ে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। কুরলা ব্রিজে থাকা সিসিটিভি ফুটেদজের মাধ্যমে ওই ঘটনা প্রকাশ্যে আসে।
এরপরই সংশ্লিষ্ট ব্যক্তি থানায় যান এবং দায়ের করেন এফআইআর। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের খোঁজ মিলেছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।