Bhopal School Ceiling Fell: হায় রে দেশ! হায়... মধ্যপ্রদেশের ভোপালে 'প্রধানমন্ত্রী শ্রী' যোজনার একটি স্কুলে ক্লাস চলাকালীন ভেঙে পড়ল ছাদের প্লাস্টার। ক্লাসে উপস্থিত ছিল ছাত্রীরা ও শিক্ষিকা। গতকাল, শুক্রবার এই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার ভিডিওটি আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শিক্ষিকা তাদের ছাত্রীদের ক্লাস নেওয়ার সময় ছাদের একাংশের প্লাস্টারের চাঁই ভেঙে পড়তে দেখা যায়। গায়ের ওপর স্কুলের ছাদ ভেঙে পড়ায় দুই ছাত্রী জখম হয়। আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। বিজেপি শাসিত এই রাজ্যে স্কুলের ছাদ ভেঙে পড়ার ঘটনায় বিরোধী দলগুলি কটাক্ষ শুরু করেছে। কদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিজ ভাঙা, ভাঙা রাস্তা, বড় শহর জলের তলায় থাকার ভিডিও সামনে আসছে, আর এবার একেবারে স্কুলের ছাদ ভেঙে পড়ার দুর্ঘটনা।
ভিডিওতে ধরা পড়ল পুরো দুর্ঘটনা
পুরো ঘটনাটি ক্লাসের মধ্যে থাকা সিসি ক্য়ামেরায় ধরা পড়ে। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুলের ক্লাস চলছে। শিক্ষিকা কোনও কিছু একটি বিষয় নিয়ে ছাত্রীদের বোঝাচ্ছেন। সব কিছুই স্বাভাবিকই চলছিল। আচমকাই দেখা যায় স্কুলের ছাদের একাংশ ভেঙে পড়ল ক্লাসের প্রথম বেঞ্চে বসা ছাত্রীদের ওপর। ঘটনাটা বুঝে ওঠার পরই ছাত্রীরা ছুটে পালায়। শোনা যাচ্ছে, ক দিন আগেই এই স্কুলেরই একটি ক্লাসে প্লাস্টার খসে পড়েছিল।
দেখুন ভোপালের স্কুলে কীভাবে ভেঙে পড়ল ছাদ
MP : भोपाल के पीएमश्री स्कूल में छत का प्लास्टर गिरा, 2 छात्राएं घायल हैं। एक हफ्ते पहले भी प्लास्टर गिरा था। पीएमश्री योजना में देश के 14500 स्कूल लिए गए हैं। जिनके डेवलपमेंट पर अगले 5 वर्षों में 27360 करोड़ रुपए खर्च होने हैं। pic.twitter.com/npuHk2LBnX
— Sachin Gupta (@SachinGuptaUP) July 19, 2025
প্রধানমন্ত্রী শ্রী-যোজনার অধীনে এই স্কুলটি
গোটা দেশ থেকে প্রধানমন্ত্রী-শ্রী যোজনার জন্য যে সাড়ে ১৪ হাজার স্কুলকে বেছে নেওয়া হয়েছিল, ভোপালের এই স্কুলটি তার মধ্যে আছে। স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শ্রী যোজনায় আগামী ৫ বছরে ২৭ হাজার ৩৬০ কোটি টাকা খরচ করা হবে জানানো হয়েছিল। এই দুর্ঘটনার পর স্কুলটির ছাত্রীরা আতঙ্কে রয়েছে। অভিভাবকরা পুরো ঘটনায় ক্ষুব্ধ।