থাইল্যান্ডে পাওয়া গেল লোমযুক্ত সবুজ রঙের সাপের (Furry Green Snake)। স্থানীয়রা এই ধরনের সাপ আগে দেখেনি বলেই জানিয়েছে। থাইগার নিউজ ওয়েবসাইট জানিয়েছে, তু নামে এক স্থানীয় ব্যক্তি উত্তর-পূর্ব থাইল্যান্ডের সাখোন নাখোন প্রদেশে বাড়ির সামনে ঘোরাঘুরি করার সময় লোমযুক্ত সাপটিকে দেখতে পান। এরপর সাপটিকে একটি জারে ভরে বাড়িতে নিয়ে যান তিনি।
বাড়িতে নিয়ে যাওয়ার পর ২ ফুট লম্বা সাপটিকে জলে ভরা একটি পাত্রে রেখে দেওয়া হয়েছিল। খাদ্য হিসেবে ছোট ছোট মাছ দেওয়া হয়েছিল সাপটিকে। আরও পড়ুন: Viral Video: একদল মহিষের ভয়ে তরতরিয়ে গাছে উঠছে সিংহ, দেখুন ভাইরাল ভিডিয়ো
দেখুন ভিডিও:
জানা গিয়েছে, এই ধরনের সাপ কম বিষাক্ত। এদের দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেখা পাওয়া যায়। এই নিশাচর সাপগুলি প্রধানত ছোট ব্যাঙ এবং মাছ খেয়ে বেঁচে থাকে।