মুম্বই, ২৩ ডিসেম্বর: মাঝরাতে বিনামূল্যে খাবার না দেওয়াতে রেস্তরাঁ (Restaurant) কর্মীকে মারধর পুলিশ (Police) কর্মীর। আর সেই মারধরের ভিডিও ধরা পড়েছে সিসিটিভি-তে। ইতিমধ্যেই ভিডিওটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। গতরাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বাইয়ের (Mumbai)। অভিযুক্ত পুলিশ কর্মী হলে অ্যাসিসট্যান্ট পুলিশ ইন্সপেক্টর বিক্রম পাতিল (Vikram Patil)।
অভিযোগ, রাত সাড়ে ১২টা নাগাদ বিক্রম পাতিল পূর্ব সান্তাক্রুজের 'স্বাগত ডাইনিং বার' নামে ওই রেস্তরাঁতে যান ও বিনামূল্যে খাবার দেওয়ার দাবি জানান। বারের ম্যানেজার গণেশ পাতিল ইন্সপেক্টরকে জানিয়ে দেন যে এখনও আর খাবার দেওয়া যাবে না। কারণ, বার বন্ধ হয়ে গিয়েছে। এটা শুনেই তেতে ওঠেন ওই পুলিশ কর্মী। ক্ষিপ্ত হয়ে কাউন্টারের ওপারে পৌঁছে ম্যানেজারের সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করেন। পরে বারবার আঘাত করতে থাকেন, ঘুষি মারতে দেখা যায় তাঁকে। আরও পড়ুন: Husband Teaches Wife How To Use Chopsticks: হাতে ধরালেন চপস্টিকস, ভাইরাল স্বামী-স্ত্রীর ভালাবাসায় ভরা ভিডিয়ো
Atrocities of API Vikram Patil from Vakola police station by hitting the cashier of Swagat restaurant Vakola at 12.35 am cause the manager refused to give him free food n drinks as the kitchen had closed. This claim and video released by AHAR pic.twitter.com/G5OmKiSLxd
— Ganesh Thakur गणेश ठाकूर (@7_ganesh) December 23, 2021
রেস্তরাঁর অন্য কর্মচারীরা তাঁকে টেনে সরিয়ে দেন। যদিও তার মধ্যেই তিনি আরও কয়েকটি ঘুষি মারতে সক্ষম হন। অভিযোগ, সেই সময় বিক্রম পাতিল মত্ত ছিলেন।