Monitor Lizard Takes Shelter: মুম্বয়ে প্রবল বৃষ্টি থেকে বাঁচতে টয়লেটে আশ্রয় নিল বিশাল এক টিকটিকি

প্রবল বৃষ্টির মধ্যে (Heavy Rain) পশুরাও আশ্রয় নিয়েছে বিভিন্ন স্থানে। আন্ধেরির জনক দীপ সোসাইটির একটি টয়লেটে প্রাপ্তবয়স্ক এক টিকটিকিকে আশ্রয় নিতে দেখা গিয়েছে।

Monitor Lizard Takes Shelter in Mumbai Buildings Common Toilet

মুম্বই: অবিরাম বৃষ্টি হচ্ছে মুম্বইয়ে, শহর এবং শহরতলির এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া অধিদফতর বৃহস্পতিবার রেড অ্যালার্ট জারি করেছে। প্রবল বৃষ্টির মধ্যে (Heavy Rain) পশুরাও আশ্রয় নিয়েছে বিভিন্ন স্থানে। আন্ধেরির জনক দীপ সোসাইটির একটি টয়লেটে প্রাপ্তবয়স্ক এক টিকটিকিকে আশ্রয় নিতে দেখা গিয়েছে। টয়লেট ব্যবহার করতে যাওয়ার সময় ভবনের নিরাপত্তাকর্মীরা টিকটিকিটিকে দেখতে পান। বন বিভাগে খবর দেওয়ার পর মহারাষ্ট্র বন বিভাগ (Forest Department) মনিটর টিকটিকিটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুন :  Hyderabad: বাড়িতে ঢোকা সাপ ধরে পৌরসভার অফিসে ছাড়ল ব্যক্তি, দেখুন অভিনব প্রতিবাদের ভিডিয়ো

দেখুন টুইট 

As heavy #rains continue in #Mumbai we rescue this adult monitor lizard taking shelter in the common toilet of #Andheri's Janak Deep Society. Spotted by security of the bldg while he was on his way to use the loo.

Safely rescued in coord. with @MahaForest

@ranjeetnature pic.twitter.com/SXWMH23n9Q

— RAWW (@raww_ngo) July 27, 2023