নয়াদিল্লি: দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের জেলার সিনেমা সম্প্রতি মুক্তি পেয়েছে। সিনেমার ‘কাভালা’(Kaavaalaa) গান জনসাধারণের খুব মনে ধরেছে। এই গানে তামান্না ভাটিয়ার নাচের পারফরম্যান্স সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। অনেক নেটিজিনরা ওই গানের স্টেপস ফলো করছেন। এবার সেই উচ্ছ্বাসের ঢেউ সুদূর জাপানেও। জনপ্রিয় ইউটিউবার হিরোশির সঙ্গে মায়ো সান ‘কাভালা’ গানের নেশায় বুঁদ। তাঁরা গানের স্টেপস ফলো করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেই ঝড়ের বেগে তা ভাইরাল। দেখুন সেই ভাইরাল ভিডিও
Kaavaalaa dance video with Japanese YouTuber Mayo san(@MayoLoveIndia)🇮🇳🤝🇯🇵
My Love for Rajinikanth continues … @Rajinikanth #Jailer #rajinifans
Video courtesy : Japanese Youtuber Mayo san and her team pic.twitter.com/qNTUWrq9Ig
— Hiroshi Suzuki, Ambassador of Japan (@HiroSuzukiAmbJP) August 16, 2023