Maxi Girl Viral Video (Photo Credits: Instagram)

নাইটি পরে ভিডিও বানিয়ে নেটপাড়ায় ঝড় তুলেছেন শুভ্রা ঝা (Shubhra Jha)। বিহারের বাসিন্দা শুভ্রা চেন্নাইয়ে থেকে পড়াশোনা করছেন। লেখাপড়ার মাঝে অবসরে চলে ছবি তোলা, ভিডিও বানানো। ইনস্টাগ্রামে তাঁর সাত লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। সম্প্রতি নাইটি পরে তাঁর একগুচ্ছ ছবি দিয়ে ভিডিও শেয়ার করে শুভ্রা হয়ে উঠেছেন 'ম্যাক্সিপাগলু' বা 'ম্যাক্সি গার্ল'। আর সেই ভিডিওতে এমন ভালোবাসা পেয়েছেন তিনি যে এরপর থেকে ম্যাক্সি বা নাইটি পরেই অধিকাংশ ভিডিও বানাবেন বলে অনুরাগীদের কথা দিয়েছেন তিনি। বাড়িতে পরার জন্যে নাইটিই তাঁর কাছে সবচেয়ে আরামদায়ক পোশাক। বেছে বেছে নিজের পছন্দের ম্যাক্সি সংগ্রহ করেন তিনি। যার ভিডিও তিনি ভাগ করে নেন তাঁর অনুরাগীদের সঙ্গে। সাধের নাইটিই শুভ্রাকে সোশ্যাল মিডিয়া সেনসেশন করে তুলেছে। 'ম্যাক্সিপাগলু'র ভিডিও আপনি দেখেছেন? না দেখলে চরম মিস।

'ম্যাক্সিপাগলু'র ভিডিও

 

View this post on Instagram

 

A post shared by Shubhra Jha (@shu_bruh_)

শুভ্রা ঝাঁ এখন 'ম্যাক্সিপাগলু'

 

View this post on Instagram

 

A post shared by Shubhra Jha (@shu_bruh_)

নাইটিতেই মন মজেছে তাঁর

 

View this post on Instagram

 

A post shared by Shubhra Jha (@shu_bruh_)