২০০০ টাকার নোট তুলে নিচ্ছে কেন্দ্রীয় সরকার (Central Govt) ? নতুন বছরের শুরুতেই ২ হাজার টাকার নোট তুলে নিয়ে ফের ১ হাজারের নোট চালু করবে মোদী সরকার (Narendra Modi Govt)। এমনই দাবি ভাইরাল হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। যে ভাইরাল দাবিতে জানানো হয়, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে দেশে সমস্ত ২ হাজার নোট তুলে নেওয়া হচ্ছে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে গোটা দেশে ১ হাজারের নোট চালু করা হবে বলে বার বার দাবি করা হয়। যা নিয়ে এবার ফ্যাক্ট চেক প্রকাশ করে পিআইবি (PIB)। পিআইবি-র দাবি, ২০০০ টাকার নোট তুলে নিয়ে যে ১ হাজারের নোট বাজারে আসবে বলে যে দাবি করা হয়, তা পুরোপুরি ভুয়ো বলে জানানো হয় পিআইবির তরফে।
सोशल मीडिया पर वायरल वीडियों में दावा किया जा रहा कि 1 जनवरी से 1 हजार का नया नोट आने वाले हैं और 2 हजार के नोट बैंकों में वापस लौट जाएंगे। #PIBFactCheck
ये दावा फर्जी है।
कृपया ऐसे भ्रामक मैसेज फॉरवर्ड ना करें। pic.twitter.com/rBdY2ZpmM4
— PIB Fact Check (@PIBFactCheck) December 16, 2022
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)