মহাকাশ বিজ্ঞানে নিজেদের দুনিয়ার সেরা জায়গা নিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা করছে চিন। আর তাই ড্রাগনের দেশে রোজই কোথাও না কোথাও রকেট উৎক্ষেপণ করা হয়। সম্প্রতি চিনের আধুনিক 'তিয়ানলং-৩ রকেট' উৎক্ষেপণের পরীক্ষা ব্যর্থ হল। বেজিংয়ের বিখ্যাত তিয়ানবিং টেকনোলজি কোম্পানির তৈরি এই রকেটটি গোংয়াই প্রদেশের পাহাড়ি এলাকায় করা হয়। কিন্তু রকেটটি উৎক্ষেপণের ঠিক পরেই আকাশ থেকে ইউ টার্ন নিয়ে পাহাড়ে আছড়ে পড়ে। উৎক্ষেপণের পর থেকেই মনে হচ্ছিল কিছু একটা সমস্যা হয়েছে। এরপর দেখা যায় রকেটটি আকাশে কিছুটা ওঠার পর একেবারে আছড়ে পড়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এখন এই ভিডিয়ো ভাইরাল।
চিনের রকেট ও ড্রোন প্রযুক্তি এখন দুনিয়া জুড়ে সাড়া ফেলে দিয়েছে। ক'মাস আগে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে চিনের ড্রোন বেলুন দুনিয়া জুড়ে সাড়া ফেলে দিয়েছে। অনেক সময় রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণে অনেকটা ঝুঁকি নেন চিনের বিজ্ঞানীরা। যাতে আসল সময়ে কোনও ত্রুটি না থাকে। ফলে চিনের রকেটের ব্যর্থ পরীক্ষা মাঝেমাঝেই সোশ্যাস মিডিয়ায় দেখা যায়।
দেখুন ভিডিয়ো
WATCH: Chinese rocket accidentally takes off during static test, crashes into mountain pic.twitter.com/V8ImbFi2AB
— BNO News (@BNONews) June 30, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)