আর মাত্র কয়েক দিন, তারপরই শুরু হয়ে যাবে গ্রীষ্মের মরসুম। গরম আবহাওয়ায় ঘাম বা অন্যান্য সমস্যার কারণে এই ঋতুটি তেমন কারোরই খুব একটা ভালো লাগে না। এই সময় চুল ও ত্বকের জন্য বেশি ক্ষতিকর হয়। এজন্য নিয়মিত বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। কড়া সূর্যালোক এবং গরম আবহাওয়ার কারণে চুল শুষ্ক হয়ে যায়। এমনকি উজ্জ্বলতা হারাতে শুরু করে চুল। এছাড়া আমাদের কিছু ভুল সিদ্ধান্ত, যেমন চুলে তেল না লাগানো, চুলে যেকোনো শ্যাম্পু লাগানো, এই সব কারণে চুল নষ্ট হয়ে যায়। গ্রীষ্ম আসতে এখনও কিছু সময় বাকি রয়েছে। তাই এখন থেকেই নিজের রুটিনে কিছু কাজ যুক্ত করলে চুলকে ক্ষতিগ্রস্থ হওয়া থেকে বাঁচানো সম্ভব।

  • গরমেও ধীরে ধীরে কমতে শুরু করে চুলের আর্দ্রতা। এই কারণে চুল শুষ্ক হয়ে যায়। এই জন্য চুলে অ্যালোভেরা জেল ব্যবহার করা উচিত। একটি পাত্রে অ্যালোভেরা জেল নিয়ে চুলে লাগিয়ে নিতে হবে। অ্যালোভেরা জেল অ্যান্টিব্যাকটেরিয়াল গুণে পরিপূর্ণ, এটি চুল এবং মাথার ত্বকে লাগালে চুল পুষ্টি পায় এবং তারা প্রাকৃতিকভাবে বাড়তে সক্ষম হয়।
  • গ্রীষ্ম কালে চুলকে শুষ্কতা থেকে রক্ষা করতে সপ্তাহে অন্তত একবার চুলে তেল লাগানো উচিত। প্রাচীনকাল থেকে মানুষ চুলে তেল লাগানোকে খুবই উপকারী বলে মনে করে। তেল চুলকে পুষ্টি দেয় এবং প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে। তবে চুলে তেল দেওয়ার কিছুক্ষণ পর পরিষ্কার করে নিতে হবে। কারণ চুলে বেশিক্ষণ তেল দিয়ে রাখলে মাথা ও চুলে ময়লা জমতে শুরু করে। আর সেটি খুশকিতে পরিণত হয়।
  • স্টাইলিশ দেখতে বেশিরভাগ মহিলাই চুলে বিভিন্ন জিনিস ব্যবহার করে। এর মধ্যে একটি হল চুল গরম করে বিভিন্ন লুক দেওয়া। এরফলে চুলের স্বাভাবিক সৌন্দর্য কমে যেতে শুরু করে। প্রাকৃতিকভাবে চুল সোজা করার জন্য ডিমের হেয়ার মাস্ক খুব ভালো।