১৬ই জুলাই পালন করা হয় বিশ্ব সর্প দিবস (World Snake Day)। এই দিনটির মূল উদ্দেশ্য হল সাপ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং পরিবেশে সাপের গুরুত্ব তুলে ধরা। আমাদের চারপাশে থাকা এই সরীসৃপ প্রাণীগুলিকে নিয়ে বহু ভুল ধারণা, ভয় ও কুসংস্কার আছে, যেগুলোর অবসান ঘটানো এই দিনটির অন্যতম লক্ষ্য।
সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ইঁদুর, ব্যাঙ ও অন্যান্য ক্ষতিকর প্রাণী নিয়ন্ত্রণ করে পরিবেশকে সুস্থ রাখতে সাহায্য করে। প্রকৃতপক্ষে অধিকাংশ সাপই বিষহীন এবং মানুষকে আঘাত করার প্রবণতা রাখে না, যতক্ষণ না তারা বিপদের মুখোমুখি হয়।
বিশ্বজুড়ে প্রায় ৩,০০০ প্রজাতির সাপ রয়েছে, যার মধ্যে মাত্র সামান্য কয়েকটি প্রজাতি মানুষের জন্য বিপজ্জনক। তবুও কুসংস্কার, অজ্ঞতা ও ভয়ের কারণে অনেক সময় সাপকে মেরে ফেলা হয় বা তাদের বাসস্থান ধ্বংস করা হয়। ফলে অনেক বিরল প্রজাতির সাপ বিলুপ্তির মুখে পড়েছে।
বিশ্ব সর্প দিবসে বিভিন্ন সংস্থা ও পরিবেশবাদী সংগঠন সচেতনতা মূলক কর্মসূচি, সেমিনার ও শিক্ষা কার্যক্রমের আয়োজন করে। এই দিনে আমরা সবাই মিলে সংকল্প নিতে পারি , সাপ সম্পর্কে সত্য তথ্য জানব, অকারণে ভয় পাব না এবং প্রকৃতিকে সুরক্ষিত রাখব।বি