Credit: Pixabay

ব্রেকফাস্টের তালিকায় রাখা উচিত স্বাস্থ্যকর খাবার, এর ফলে সারাদিন ভালো ভাবে অতিবাহিত হয়। এছাড়া সারাদিন পেট ভরা থাকে এবং মস্তিষ্ককেও ভালো রাখতে সাহায্য করে। পুষ্টিকর ব্রেকফাস্ট শরীরে শক্তি জোগাতে এবং স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে। ব্রেকফাস্টের জন্য সবচেয়ে ভালো হল বাদাম দুধ। এটি বানানো সহজ এবং শরীর ও মস্তিষ্কের জন্য উপকারী। এবার জেনে নেওয়া যাক কীভাবে এই বাদাম দুধ তৈরি করতে হবে।

বাদামের দুধ তৈরি করতে প্রথমে বাদাম সারারাত ভিজিয়ে রেখে সকালে খোসা ছাড়িয়ে পিষে নিতে হবে। তারপর ১ গ্লাস গরম দুধে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাদাম দুধ। এই দুধ পান করা খুবই উপকারী। এই দুধ স্ট্যামিনা বৃদ্ধি করে, হাড়ের শক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়া মস্তিষ্কের শক্তি বাড়াতে এবং মস্তিষ্ক দ্রুত কাজ করতে সাহায্য করে এই দুধ।

এই সমস্ত উপকারীতার কারণে ব্রেকফাস্টে অন্য যেকোনও খাবারের সঙ্গে এই বাদাম দুধ তৈরি করে পান করা উচিত। প্রতিদিন এই দুধ পান করলে এটি শরীর ও মস্তিষ্কের অনেক উপকার করবে। তবে বাদাম দুধ কিনে পান করার থেকে বাড়িতে এই দুধ তৈরি করে পান করলে বেশি উপকারী।