Protect Your Child From Heatwaves: তাপপ্রবাহ থেকে শিশুদের রক্ষা করবেন কীভাবে, দেখুন
পারোদের মাত্রা বেড়েই চলেছে।এই তীব্র তাপ্প্রভাবের (Heatwaves) ক্ষতিকারক প্রভাব সব থেকে বেশি পড়তে পারে শিশুদের (Child) উপর।
কলকাতা : পারোদের মাত্রা বেড়েই চলেছে।এই তীব্র তাপপ্রবাহের (Heatwaves) ক্ষতিকারক প্রভাব সব থেকে বেশি পড়তে পারে শিশুদের (Child) উপর। তাই এই গরমে আপনার বাচ্চা যাতে সুস্থ থাকে তারজন্য কিছু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বাইরের খেলাধুলা ও ব্যায়াম শিশুর শারীরিক ও মানসিক বিকাশের সাহায্য করে।তবে এই গরমে সেগুলি বন্ধ রাখা প্রয়োজন, তা না হলে শিশুর শরীরে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে।
গরমের ছুটি মানেই শিশুদের জন্য একরাশ আনন্দ। শিশুরা তাদের পছন্দদের খেলাধুলো করে, অনেক অভিভাবক তাদের বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যান। তবে এবছর তাপপ্রবাহের পরিমাণ এতোটাই বেশি যে গরমে শিশুরা বাইরে বেরোলেই তাদের উপর ক্ষতিকারক প্রভাব পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে।
মুম্বইয়ের মেডিকভার হাসপাতালের শিশুরোগ বিভাগের পরামর্শদাতা সন্দীপ সাওয়ান্ত জানান, তাপপ্রবাহে শিশুরা অসুস্থ হয়ে পড়তে পারে। হিট ক্র্যাম্প এবং হিট স্ট্রোকও হতে পারে। এর দ্রুত চিকিৎসা না হলে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যেতে পারে এমনকী অনেক সময় মৃত্যুও হতে পারে। তাই এই সময় অভিভাবকদের শিশুদের প্রতি সতর্ক হতে হবে।
ওই চিকিৎসক আরও বলেন, বাচ্চাদের দুপুর ১২টা থেকে বিকাল ৪ টার মধ্যে একে বারেই বাইরে বেরোনো উচিত নয় এবং খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোয় উচিত। অভিভাবকরা এই সময় শিশুদের সঙ্গে ইনডোর গেম খেলতে পারেন। যেমন ক্যারাম, বোর্ড গেম, দাবা, লুডু, শিশুদের সঙ্গে বসে শিক্ষামূলক সিনেমাও দেখতে পারেন।
গরমে বাচ্চা যাতে অসুস্থ হয়ে না পড়ে তার জন্য খাওয়া-দাওয়ার দিকে বিশেষ যত্ন নিতে হবে। ডিহাইড্রেশন এড়াতে শিশুকে বেশি করে জল পান করতে উৎসাহিত করুন। এই সময় শিশুদের সুতির এবং ঢিলেঢালা পোশাক পরান।
শিশুর যদি মাথাব্যথা, ডায়রিয়া, দ্রুত শ্বাস-প্রশ্বাস, বমি বমি ভাব, বমি এবং অজ্ঞান এই সমস্ত লক্ষণ দেখা দেয় তবে অবশ্য দ্রুত ডাক্তারের সঙ্গে কথা বলুন। এর পাশাপাশি সাধারণ জলে রুমাল ভিজিয়ে গা, হাত-পা মুছে দিন। সেই সঙ্গে ওআরএস কিংবা নুন, চিনির জল খাওয়ান।