কেকে-র কলকাতা সফর (KK) নিয়ে রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) মন্তব্য এবং তারপর নজরুল মঞ্চে অনুষ্ঠানের পর সংগীতশিল্পীর আকস্মিক মৃত্যু নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা কলকাতায়। বিতর্কের মধ্যে পড়ে বন্ধ হয়েছিল রূপঙ্করের 'মিও আমোরে' (Mio Amore) ব্র্যান্ডের সঙ্গে থাকা জিঙ্গলের কনট্র্যাক্ট। গ্রাহকদের রোষের মুখে পড়ে তুলে নিতে হয় সেই গান, অবশেষে নতুন কন্ঠে এল সেই জিঙ্গল। কথা ও সুর এক রেখে সোমলতা আচার্য চৌধুরীর কন্ঠে এল মিও আমোরের নতুন জিঙ্গল (Mio Amore New Jingle)।ইতিমধ্যেই নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে নতুন ভাবে গানটি প্রকাশ করেছে এই সংস্থা। সঙ্গে গ্রাহকদের জন্য দেওয়া হয়েছে একটি বিশেষ বার্তাও। মিও আমোরে লিখেছে, "পুরোনো সুর নতুন গান, আত্মহারা মন প্রাণ। আপনাদের ইচ্ছে আর আমাদের চেষ্টা মিলিয়ে আমরা হাজির হলাম নতুন গান নিয়ে।"
View this post on Instagram