কলকাতা: দীপাবলি উৎসবে দোকান থেকে মিষ্টি না কিনে বাড়িতে নিজেই বানিয়ে নিতে পারেন দোকানের মতোই মিষ্টি। প্রিয়জনদের খুশি করতে বাড়িতে এই মিষ্টি তৈরি করে দেখতে পারেন। বানাতে বেশি ঝঞ্ঝাট নেই। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই মিষ্টিগুলো।
গাজরের হালুয়া
শীতকাল সঙ্গে উৎসবের মরশুম। এই সময় আপনি খুব সহজে বানিয়ে ফেলতে পারেন গাজরের হালুয়া। কীভাবে বানাবেন তা দেখে নিন।
নারকেলের বরফি
চটজলদি বানিয়ে ফেলতে পারবেন এই নারকেলের বরফি। এই রেসিপিটি প্রসাদ হিসাবেও বেশ জনপ্রিয়।
কাজু কাটলি
কাজুবাদাম, চিনি, ঘি, এলাচগুঁড়ো ও রুপোর তবক সুস্বাদ মিষ্টি বানিয়ে ফেলা যায়। স্পম্প্রতি কাজু কাটলিকে বিশ্বের সবেচেয়ে সুস্বাদু মিষ্টির তালিকায় জায়গা করে নিয়েছে।
মোয়া
একদিকে উত্সবের আমেজ, অন্যদিকেস শীতের আমেজ। শীতের নলেন গুড় দিয়ে আপনি বাড়িতে সহজে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি।