Mahaparinirvan Diwas 2024: মহাপরিনির্বাণ দিবস কবে? জেনে নিন মহাপরিনির্বাণ দিবসের গুরুত্ব...

ভারতীয় সংবিধানের জনক হিসেবে পরিচিত বাবা সাহেব আম্বেদকর। তাঁর মৃত্যু হয়েছে ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর। প্রতি বছর বাবা সাহেব আম্বেদকরের মৃত্যুবার্ষিকীর দিনে পালন করা হয় মহাপরিনির্বাণ দিবস। ভারতের সংবিধান প্রণয়নে সহায়তা করার পাশাপাশি দেশের প্রথম আইন ও বিচার মন্ত্রী হন আম্বেদকর। ১৯৫৬ সালের ১৪ অক্টোবর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তিনি। প্রায় ৫ লক্ষ অনুসারীকে বৌদ্ধ ধর্মে রূপান্তরিত করেন আম্বেদকর। একই বছরের ৬ ডিসেম্বর মৃত্যু হয় তাঁর। বাবা সাহেবের প্রতি শ্রদ্ধা জানানো হয় এই দিনে।

মহাপরিনির্বাণ একটি সংস্কৃত শব্দ, যার অর্থ মুক্তি, অর্থাৎ 'মৃত্যুর পর নির্বাণ'। বৌদ্ধধর্ম অনুসারে, যিনি নির্বাণ লাভ করেন তিনি পার্থিব বাসনা ও জীবনের কষ্ট থেকে মুক্ত হয় এবং জীবন চক্র থেকে মুক্ত হয় অর্থাৎ বারবার জন্মগ্রহণ করেন না। বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান নীতি পরিনির্বাণ অনুসারে, যে ব্যক্তি নির্বাণ লাভ করে সে জাগতিক আসক্তি, কামনা বাসনা এবং জীবনের দুঃখ থেকে মুক্ত থাকে। এছাড়াও জীবনচক্র থেকে মুক্ত হয় সেই ব্যক্তি।

নির্বাণ অর্জন করা সহজ নয়, এর জন্য একজন ব্যক্তিকে সৎ ও ধার্মিক জীবনযাপন করতে হয়। বৌদ্ধ ধর্মে, ৮০ বছর বয়সে ভগবান বুদ্ধের মৃত্যুকে মহাপরিনির্বাণ বলা হয়। আম্বেদকর সর্বদা দলিতদের অবস্থার উন্নয়নে কাজ করেছেন, অস্পৃশ্যতার মতো অপশক্তি দূরীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তাঁর অনুসারীরা বিশ্বাস করেন যে তিনি ভগবান বুদ্ধের মতো অত্যন্ত কার্যকরী ও গুণী গুরু ছিলেন এবং তাঁর কাজের কারণে নির্বাণ লাভ করেছিলেন তিনি। তাই আম্বেদকরের মৃত্যুবার্ষিকীতে পালন করা হয় মহাপরিনির্বাণ দিবস।



@endif