Durgatinashini In TV (Photo Credit: Instagram)

দুর্গাপুজো মানেই বাংলার (Mahalaya 2025) টেলিভিশনের পর্দায় এক অন্যরকম আমেজ। প্রতি বছরই  বিভিন্ন চ্যানেলে মহালয়ার পুণ্য প্রভাতে বিশেষ অনুষ্ঠানে দুর্গার আগমনের নানা রূপ তুলে ধরা হয়। তবে দেবী দুর্গার পাশাপাশি এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থাকে মহিষাসুর চরিত্রটি। ২০২৫ সালের পুজোতেও তার ব্যতিক্রম হচ্ছে না। এবছর স্টার জলসা, জি বাংলা, এবং সান বাংলা তিনটি জনপ্রিয় চ্যানেলেই তিন জন ভিন্ন অভিনেতা মহিষাসুরের চরিত্রে অভিনয় করছেন। কোন কোন অভিনেতাকে দেখা যাবে মহিষাসুর রূপে? রইল তাঁর সুলুক সন্ধান-

স্টার জলসায় মহিষাসুর (Mahalaya In Star Jalsa)-

স্টার জলসার (Mahalaya) মহালয়ার বিশেষ অনুষ্ঠানে ধ্রুবজ্যোতি সরকার (Dhruba Jyoti Sarkar) মহিষাসুরের ভূমিকায় অভিনয় করছেন। টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ ধ্রুবজ্যোতি আগে থেকেই তাঁর শক্তিশালী অভিনয়ের জন্য জনপ্রিয়। ইতিমধ্যে দর্শক ‘ রোশনাই’তে তাঁর অভিনয় দেখে প্রশংসা করেছেন। মহিষাসুরের মতো কঠিন ও শক্তিশালী নেতিবাচক চরিত্রে তাঁকে কেমন লাগে, তা নিয়ে দর্শকের কৌতূহল চরমে। যদিও এইরূপে তিনি আগেও ধরা দিয়েছেন। বরাবরই ইতিবাচক ও নেতিবাচক চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের মন জয় করেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

সান বাংলায় মহিষাসুর (Mahalaya In Sun Bangla)-

সান বাংলা এবছর দুর্গাপুজোর (Mahalaya) মহালয়া অনুষ্ঠানে জ্যামি ব্যানার্জিকে (Jammy Banerjee) মহিষাসুর হিসেবে হাজির করছে। জ্যামি সাধারণত রোমান্টিক ও ধারাবাহিকে নায়ক চরিত্রে দেখা গেলেও , এবারে নতুন অবতারে দর্শক একেবারে অন্যরকম জ্যামিকে দেখতে পাবেন। ট্রেলারে তাঁর ভয়ঙ্কর রূপ ও সংলাপ নজর কেড়েছে দর্শকদের। সান বাংলার মহালয়া বরাবরই ভিন্নতা আনে, এবছরও ব্যতিক্রম হচ্ছে না।

 

View this post on Instagram

 

A post shared by Sun Bangla (@sunbanglaofficial)

জি বাংলায় মহিষাসুর (Mahalaya In Zee Bangla)

জি বাংলায় মহিষাসুরের চরিত্রে এবার দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রুবেল দাসকে (Rubel Das)। ইতিমধ্যেই বহু ধারাবাহিকে নায়ক চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছেন রুবেল। তবে এবার একেবারে অন্যরকম রূপে, খল চরিত্রে হাজির হচ্ছেন তিনি। রুবেলের শরীরী ভাষা, চোখের এক্সপ্রেশন ও গলার জোর এই চরিত্রটিকে আরও বাস্তব করে তুলেছে বলে অনেকে মনে করছেন। রুবেলের কাছে এই কাজটা একেবারেই ভিন্নধর্মী। কারণ এর আগে রুবেলকে দেখা গিয়েছিল শিবের ভূমিকায় , আর এবার অসুরের ভূমিকায়।