আজ কালীপুজো, কালী বা কালিকা হিন্দুধর্মের পরম আরাধ্য দেবী। তিনি দেবী আদিপরাশক্তি বা পার্বতীর একটি রূপ। তাকে মৃত্যু, সময় এবং পরিবর্তনের কর্তা বলে মনে করা হয়। তন্ত্র অনুসারে তিনি দশমহাবিদ্যার প্রথম দেবী। কেরালা ব্যতীত সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে কালীকে ভগবান শিবের স্ত্রী পার্বতীর রূপ হিসেবে বিশ্বাস করা হয়। কেরালার লোকবিশ্বাস অনুসারে, ভগবান শিবের তৃতীয় চক্ষু থেকে রাক্ষসদের ধ্বংস করার জন্য তিনি আবির্ভূতা হন, তাই কেরালায় তাঁকে ভৈরবোপপত্নী মহাকালী বলা হয়।

দুর্গাপুজো শেষ হতেই প্রায় গোটা দেশেই দীপাবলির কাউন্টডাউন শুরু হয়ে যায়।কেনাকাটা, খাওয়া-দাওয়া, আড্ডা, পুজো, সব মিলিয়ে আনন্দ উৎসবে গা ভাসান আট থেকে আশি। সেই আনন্দে ভেসে যাওয়ার আগে  এই কালীপুজোতে সকলকে পাঠিয়ে দিন কালীপুজোর শুভেচ্ছা বার্তা (Kali Puja Bengali Wishes)-