দুর্গাপুজোর পর বাঙালির আরেক প্রাণের উৎসব হল কালীপুজো। বাঙালি তথা সারা ভারতের কাছেই এই উৎসব আবেগ ও আনন্দের। রাত পোহালে অমাবস্যা তিথিতে কালীপুজো হলেও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর আমেজ। তবে কালীপুজোর দিন পরিচিত ও প্রিয়জনদের শুভেচ্ছাও জানিয়ে দিন আজ রাতেই। কিন্তু কী লিখবেন শুভেচ্ছাবার্তা হিসেবে, তাই ভাবছেন? রইল লেটেস্টলি বাংলার শুভেচ্ছাবার্তা।

