Basant Panchami 2024 in Varanasi: বারাণসীতে বিশেষ গুরুত্ব রয়েছে বসন্ত পঞ্চমীর উৎসবের, জেনে নিন এদিন বারাণসীতে কীভাবে পালিত হয় এই উৎসব

১৪ ফেব্রুয়ারি, বুধবার, আজ দেশজুড়ে পালিত হচ্ছে বসন্ত পঞ্চমীর উৎসব (Basant Panchami)। এই উৎসবের সঙ্গে শুরু হল বসন্ত ঋতু। এই দিন বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের দেবী মা সরস্বতীর পুজো (Saraswati Puja) করা হয়। প্রতি বছরের মতো এবছরও বসন্ত পঞ্চমীর ভোরে বারাণসীর (Varanasi) গঙ্গায় দেখতে পাওয়া যায় বহু মানুষের ভিড়। এদিন খুব ভোরে গঙ্গায় স্নান করে হলুদ পোশাক পরে সরস্বতীর পুজো করা হয় বারাণসীতে।

বসন্ত পঞ্চমীর বিশেষ তাৎপর্য রয়েছে বারাণসীতে। কারণ এদিন এখানে অনুষ্ঠিত হয় বাবা বিশ্বনাথের তিলকোৎসবও (Baba Biswanath Tilok Utsav)। নিয়ম অনুযায়ী বারাণসীতে বসন্ত পঞ্চমীর দিন বাবা বিশ্বনাথের তিলকোৎসব, শিবরাত্রির দিন বিয়ে এবং রংভারী একাদশীর দিন তাঁর শেষকৃত্যের অনুষ্ঠান করা হয়। তাই বারাণসীর জন্য এই দিনটি খুব গুরুত্বপূর্ণ।

বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। এদিনে হলুদ বস্ত্র পরিধান করে দেবী সরস্বতীর পুজো করা হয়। হলুদের পাশাপাশি বাসন্তী বা সাদা রঙের পোশাক পরেও জ্ঞানের দেবীর পুজো করা হয়। এদিনে বিদ্যার দেবী হিসেবে মা সরস্বতীর পুজো করে শিক্ষার্থীরা। এই দিনেই হাতেখড়ির মাধ্যমে শিশুদের শিক্ষার সূচনা করা হয়। এছাড়া যেকোনও নতুন শিল্প শুরু করার জন্য এদিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়।



@endif