টেলিভিশন থেকে রূপালি পর্দা—সবতেই নিজের উপস্থিতি জানান দিয়েছেন অভিনেত্রী মোনালিসা। ছোটবেলায় যার নাম ছিল অন্তরা বিশ্বাস, সেই অন্তরাই আজকের জনপ্রিয় ঝুমা বৌদি। এবার ফের একবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি বোল্ড ছবি পোস্ট করেছেন মোনালিসা, যা মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে।
ছবিতে মোনালিসাকে দেখা গেছে একটি টাইট পিঙ্ক ড্রেসে। খোলামেলা পোশাকে তার ক্লিভেজ স্পষ্ট, যা নেটিজেনদের মধ্যে উত্তেজনার পারদ চড়িয়েছে। খোলামেলা পোশাক, মুখে হালকা গ্লিটার মেকআপ আর কনফিডেন্ট এক্সপ্রেশনে তার সৌন্দর্য যেন চোখে পড়ার মতো। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা প্রশংসার ঝড় তুলেছেন।
মোনালিসা বরাবরই তার বোল্ড স্টাইল স্টেটমেন্ট এবং গ্ল্যামারাস ফ্যাশন সেন্সের জন্য পরিচিত। তার ফিটনেস এবং স্টাইলের প্রতি নজর কেড়েছে অসংখ্য অনুরাগীর। তিনি শুধু গ্ল্যামারেই আটকে থাকেননি, ‘ঝুমা বৌদি’ চরিত্রে অভিনয় করে যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি রিয়্যালিটি শোতেও নিজের উপস্থিতি ছড়িয়েছেন।