অভিনেত্রী মোনালিসা (Monalisa) সোশ্যাল মিডিয়ায় ফের একবার ঝড় তুললেন তার হট ও বোল্ড লুকে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তিনি পোস্ট করেছেন একটি ছবির সিরিজ, যেখানে তাকে দেখা যাচ্ছে একটি ফ্লোরাল প্রিন্টেড শর্ট কুর্তিতে, খোলা চুল আর ন্যাচারাল মেকআপে। ছবিতে তার ক্যামেরার দিকে তাকানো বোল্ড এক্সপ্রেশন এবং ক্লিভেজ স্পষ্টভাবে ফুটে উঠেছে, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোড়ন।
দর্শকের কাছে তিনি জনপ্রিয় ‘ঝুমা বৌদি’ নামেও, ওয়েব সিরিজে তাঁর এই চরিত্র তাকে এনে দিয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। আসল নাম অন্তরা বিশ্বাস হলেও, সিনেমা ও গ্ল্যামার দুনিয়ায় পা রাখার সময়ই তিনি নাম পাল্টে হয়ে যান ‘মোনালিসা’।
তার এই সাম্প্রতিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। কেউ প্রশংসা করছেন তার সাহসী লুকের, কেউ আবার সমালোচনাও করছেন এমন খোলামেলা ছবি পোস্ট করার জন্য। তবে মোনালিসা বরাবরই নিজের মতো করে জীবন যাপন করতে ভালোবাসেন, এবং সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের ব্যক্তিত্বকে বারবার তুলে ধরেন নিঃসংকোচে।
গ্ল্যামার দুনিয়ায় হট লুক, সাহসী চরিত্র এবং নিজস্বতা নিয়ে যেভাবে তিনি উঠে এসেছেন আলোচনায়।