Bhoot Chaturdashi Messages: চোদ্দ প্রদীপ জ্বালিয়ে উদযাপন করুন ভূত চতুর্দশী
কালীপুজোর আগের দিনটি ভূত চতুর্দশী তিথি হিসেবে পালন হয়।
Bhoot Chaturdashi: শুভ ভূত চতুর্দশী। কালীপুজোর আগের দিনটি ভূত চতুর্দশী তিথি হিসেবে পালন হয়। কথিত আছে, এই তিথিতে দৈত্যরাজ পৃথিবীতে পূজা নিতে আসেন, সঙ্গে আসে নানা অশুভ শক্তি। আবার এও কথিত আছে যে পূর্বপুরুষের আত্মা এইদিন তাঁর আপনজনদের দেখতে মর্ত্যলোকে আসেন। এদিন সন্ধ্যাবেলা চোদ্দ প্রদীপ দেওয়ার নিয়ম প্রচলিত রয়েছে। এই চোদ্দ প্রদীপ চোদ্দ পুরুষদের উদ্দেশ্যে দেওয়া হয়। ভূত চতুর্দশীতে ভয় না পেয়ে আপনার প্রিয়জনদের পাঠিয়ে দিন শুভেচ্ছা বার্তা।