![](https://bnst1.latestly.com/uploads/images/2024/08/ajker-rashifal-%E0%A6%86%E0%A6%9C%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AB%E0%A6%B2.jpg?width=380&height=214)
Horoscope Today, 9 February, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে
মেষঃ কোনো শুভ কাজে অংশগ্রহণ করতে পারেন। ব্যয় চাপ থাকবে।
অযথা উৎকণ্ঠা বিরাজ করতে পারে। কারো সাহচর্যে আনন্দ পাবেন। সমস্যা সমাধানে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগান। কাজ ফেলে রাখবেন না।
বৃষঃ ভালো কোনো কাজের সুযোগ আসতে পারে। আয় বৃদ্ধির সুযোগ থাকলে সাবধানে তা মূল্যায়ন করুন। সম্ভাব্য ঝুঁকি এবং সুবিধাগুলো বিবেচনা করতে হবে। আপনি সত্যই কী চান তা বুঝতে একটু সময় নিন।
মিথুনঃ মন প্রফুল্ল থাকবে। কোনো ভালো কাজের অফার পেতে পারেন। সামাজিক কাজে সুনাম হবে। কিছু ঘটনা, কিছু তীব্র আবেগ ক্ষমতার লড়াইকে সামনে আনতে পারে। বিশেষ করে ব্যক্তিগত লক্ষ্য সম্পর্কিত। পেশাগত চ্যালেঞ্জ মোকাবেলা করুন।
কর্কটঃ শিক্ষার্থীদের কোনো সুখবর আসতে পারে। আপনার কাজে অন্যদের প্রভাবিত করতে পারবেন। প্রত্যাশা পূরণে অন্যের সহযোগিতা পাবেন। বিদেশেসংক্রান্ত কাজে ভালো ফল আশা করতে পারেন। যাত্রা শুভ।
সিংহঃ আজ কিছুটা মানসিক চাপ থাকতে পারে। কাজের পরিবেশ মাঝেমধ্যে প্রতিকূল হলেও ক্ষতিকর হবে না। প্রিয়জনের স্বাস্থ্যের অবনতি হতে পারে। নিজের দেহের প্রয়োজনের কথা ভাবুন। ক্লান্ত বোধ করলে বিশ্রাম নিন।
কন্যাঃ যৌথ উদ্যোগে কোনো কাজের অগ্রগতি হতে পারে। সামাজিক যোগাযোগ বাড়বে। সঠিক বুদ্ধির অভাবে সুযোগ কাজে নাও লাগতে পারে। জীবনে চলতে থাকা অশান্তির মধ্যে নিজের জন্য পর্যাপ্ত সময় বের করুন।
তুলাঃ কর্ম প্রার্থীদের যোগাযোগগুলো ফলপ্রসূ হতে পারে। প্রত্যাশিত কাজে রহস্যজনক বাধার আশঙ্কা। শরীর ও মনের ওপর চাপ পড়তে পারে। নিজের বুদ্ধি ও পরিশ্রম দ্বারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন। সুস্থ থাকুন।
বৃশ্চিকঃ সামাজিক কাজে সুনাম হবে। সার্বিকভাবে ইতিবাচক পরিবর্তন দেখতে পারেন। নতুন ধারণাগুলো ফলদায়ক হবে। অতীত উদ্যোগগুলো থেকে আসা সাফল্য আপনার প্রত্যয় বাড়িয়ে তুলবে। ভবিষ্যৎ পরিকল্পনাগুলো পুনর্মূল্যায়ন প্রয়োজন।
ধনুঃ আজ পারিবারিক দিক থেকে শান্তি অনুভব করলেও সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা হতে পারে। ব্যবসা আশানুরূপ হবে না। শরীর ভালো থাকবে। তবে যত্নের প্রয়োজন। কারো সান্নিধ্যে সময় ভালো কাটবে।
মকরঃ ইতিবাচক সংবাদে আশাবাদী হবেন। কোনো যোগাযোগে আর্থিক সুবিধা পেতে পারেন। পুরনো সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। বিরূপ পরিস্থিতিকেও নিজের অনুকূলে নিয়ে আসতে পারবেন। পরিবারের সদস্যদের সময় দিন।
কুম্ভঃ কোনো আর্থিক সুবিধা পেতে পারেন। পাওনা আদায়ে অগ্রগতি হবে। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। সব কাজেই অগ্রগতি ক্রমেই বৃদ্ধি পাবে। আপনার মনোভাব আপনাকে সুখী থাকতে সাহায্য করবে।
মীনঃ ভালো কাজের সুযোগ আসবে। আপনার ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। কাজকর্মে উৎসাহ বৃদ্ধি পাবে। নিজেকে পরিচর্যা করার এবং যা আপনি সব থেকে পছন্দ করবেন তা করার পক্ষে ভালো দিন।