ঘটনাস্থলের ছবি (Photo Credit- Twitter/@priyarajputlive)

কানপুর: পার্কের (Park) মধ্যে দাঁড়িয়ে এক ব্যক্তির (person) জামা ও তার নিচে থাকা স্যান্ডো গেঞ্জি ছিঁড়ে দিয়ে (cloths tore) বেধড়ক মারধর (Thrashed) করছে এক মহিলা (woman)। বিষয়টি দেখতে আশেপাশের অনেকেই মোবাইল ফোনে রেকর্ডিং করতে শুরু করে। তাদের মধ্যে কেউ কেউ এই জানতে চাইলে মহিলাটি জানায় ওই ব্যক্তি তার স্বামী। শুক্রবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরে (Kanpur) ঘটা এই ঘটনার (Woman Thrashed Husband) ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ। দুজনকে ডেকেই জিজ্ঞাসাবাদ করা হয়।

এপ্রসঙ্গে কানপুর নগরের (Kanpur Nagar) সহকারি পুলিশ কমিশনার (Assistant Commissioner of Police) অভিষেক পাণ্ডে (Abhishek Pandy) জানান, ভিডিয়োতে যে ব্যক্তিকে মার খেতে দেখা যাচ্ছে তিনি সরকারি রেলওয়ে পুলিশ (Government Railway Police) বা জিআরপি (GRP)-র একজন কনস্টেবল (Constable)।

এপ্রসঙ্গে তিনি আরও বলেন, "হংসপুরম ওয়াটার পার্কে (Hansapuram water park) ঘটা ওই ঘটনার ভিডিয়োটি (video) সোশ্যাল মিডিয়াতে দেখার পরেই ওই ব্যক্তি ও তার স্ত্রীকে ডেকে পাঠানো হয়। কেন একটি পার্কের মধ্যে এই ঘটনা ঘটল সেই বিষয়ে দুজনকেই প্রশ্ন করা হয়েছে। ওরা দুজনেই এটি পুরনো পারিবারিক ঝামেলার কারণে হয়েছে বলে স্বীকার করেছে।" আরও পড়ুন: Snake Video: মা ও সন্তানের দিকে এগিয়ে যাচ্ছে বিশাল বড় সাপ, হাড়হিম করা ভিডিয়ো

এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করে অভিষেক পাণ্ডে জানান, যে মহিলাকে ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি কিছুদিন আগে একটি আবেদনপত্র (application) জমা দিয়েছিলেন। তারপরেই উত্তরপ্রদেশ পুলিশের (Uttar Pradesh police) তরফে জিআরপির ওই কনস্টেবলকে সাসপেন্ড (suspended) করা হয়।