মিঠুন, পায়েল ও হিরণ (Photo: Wikimedia Commons, Instagram, FB)

নতুন দিল্লি, ১০ মার্চ: বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে ইতিমধ্যেই। প্রথম কয়েক দফা ভোটের জন্য ইতিমধ্যেই মনোনয়ন জমা শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে সরাসরি লড়াই বিজেপি ও তৃণমূলের মধ্যে। তৃতীয়বার ক্ষমতায় আসার মরিয়া চেষ্টা করছে শাসকদল। অন্যদিকে সব হিসেবে উলটে দিয়ে প্রথমবার রাজ্যে সরকার গড়ার লক্ষ্য নিয়েছে বিজেপি (BJP)। আর সেই জন্য তারাও কোনও চেষ্টার ত্রুটি রাখছে না। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই এরাজ্যে পড়ে রয়েছেন অনেক কেন্দ্রীয় নেতা। কয়েকদিনের মধ্যেই নির্বাচনী প্রচার শুরু করবে সব দলই। আজই প্রথম দফা নির্বাচনের জন্য তারকা প্রচারকদের (Star Campaigners) নাম ঘোষণা করেছে বিজেপি। তালিকায় মোট ৪০ জনের নাম রয়েছে। তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও রয়েছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), পায়েল সরকার ( Payal Sarkar), শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও হিরণ চট্টোপাধ্যায়।

তারকা প্রচারকদের তালিকায় রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অমিত মালভিয়া, পায়েল সরকার। রয়েছেন স্মূতি ইরানি, মকুল রায়, শিবরাজ সিং চৌহান, রূপা গাঙ্গুলি, নীতিন গডকরি, অর্জুন মুন্ডা, ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি এবং বাবুল সুপ্রিয়, মনোজ তিওয়ারি, লকেট চট্টোপাধ্যায়, শানওয়াজ হুসেন, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ মেনন। আরও পড়ুন: WB Assembly Elections 2021: নন্দীগ্রামে আজ মমতার মনোনয়ন পেশ, নির্বাচনী কার্যালয় উদ্বোধনে থাকবেন শুভেন্দু

এদিকে আজই নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ কারণে মঙ্গলবার তিনি নন্দীগ্রামে পৌঁছে গেছেন। আজ বেলা একটা নাগাদ নন্দীগ্রামে রেয়াপাড়ায় শিবমন্দিরে পুজো দেবেন। তারপর হলদি নদী পেরিয়ে পৌঁছাবেন হলদিয়ায়। সেখানে তাঁর রোড শো রয়েছে মঞ্জুশ্রী মোড় থেকে এসডিও অফিস পর্যন্ত। এরপর বেলা দুটো নাগাদ হলদিয়া মহাশাসকের দপ্তরে তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা।