ভারতীয় জাতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাসের শেয়ার করা ২০০৯ সালের একটি ভিডিও শোরগোল ফেলে দিয়েছে রাজনীতির অন্দরমহলে। শনিবার ছিল প্রধানমন্ত্রীর জন্মদিন। আর সেই উপলক্ষে সেদিনই ৭৫ বছরের খরা কাটিয়ে নামিবিয়া থেকে আনা ৮টি চিতাকে মধ্যপ্রদেশের জঙ্গলে ছেড়ে দিতে দেখা গিয়েছিল নরেন্দ্র মোদিকে। জন্মদিনে প্রধানমন্ত্রী আক্ষেপ করেছিলেন, ”দুর্ভাগ্য এই যে তাদের পুনর্বাসনের জন্য কেউ কোনও চেষ্টা করেনি। এবছর স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে চিতাদের ফিরিয়ে নতুন শক্তি প্রদর্শন করল ভারত।” কিন্তু শ্রীনিবাসের ভিডিওতে স্পষ্ট ২০০৯ সালেই জুনাগড় চিড়িয়াখানায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি পুরুষ চিতা এবং দুটি মহিলা চিতাকে দর্শকদের জন্য উন্মুক্ত করেছিলেন। যেগুলোকে তিনটি সিংহের বিনিময়ে সিঙ্গাপুর থেকে আনা হয়েছিল। যার মধ্যে মহিলা চিতা দুটি ২০১৪ সালে প্রাণ হারায়। শেয়ার করা ভিডিওতে স্পষ্ট সেই তথ্য-

২৫ শে মে,২০০৯ সালে তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রীর চিতা নিয়ে বক্তব্য