Vocal for Local Triumphs: দিওয়ালিতে ভারতীয় জিনিসের রেকর্ড বিক্রি, চাইনিজ দ্রব্য কেনার প্রবণতা কমছে

সাম্প্রতিক পরিসংখ্যানে উঠে এল কেন্দ্রীয় সরকারের 'লোকাল ফর ভোকাল'-এ সাড়া দিয়ে ভারতে তৈরি জিনিস কেনাতেই ঝোঁক দেখাচ্ছেন আম ভারতীয়রা।

আলোর উতসব দিওয়ালিতে জমিয়ে কেনাকাটা করেন ভারতীয়রা। এবার দিওয়ালির উতসবের ভরা মরসুমে একেবারে যাকে বলে ভারতীয়রা পকেট খালি করে হলেও কেনাকাটা করলেন। সাম্প্রতিক পরিসংখ্যানে উঠে এল কেন্দ্রীয় সরকারের 'লোকাল ফর ভোকাল'-এ সাড়া দিয়ে ভারতে তৈরি জিনিস কেনাতেই ঝোঁক দেখাচ্ছেন আম ভারতীয়রা। চিনা দ্র্যব্যে ক্রমশ অরুচি তৈরি হচ্ছে ভারতীয়দের। তা পরিসংখ্যানেই পরিষ্কার।

এ বছর ভারতে দিওয়ালির মরসুমে ৩.৭৫ লক্ষ কোটি টাকার কেনাকাটা হল। গতবারের তুলনায় দিওয়ালিতে কেনাকাটা বেড়েছে ৩.৭৫ লক্ষ কোটি টাকার মত। চিনা দ্রব্য কেনার ঝোঁক অনেকটাই কমে আসায় ড্রাগনের দেশের ভারতের বাজারে বড় ক্ষতি হল। এবারের দিওয়ালির মরসুমে চিনা সংস্থাগুলির বাজারের শেয়ার ১ লক্ষ কোটি টাকা কমে গিয়েছে। আরও পড়ুন-সংস্থার সিইও পদে AI রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তার নির্দেশনায় কাজ করবে মানুষ

এবার আসছে ভাইফোঁটা, ছটপুজো এবং তুলসি বিবাহের মত উতসব। সেখানেও ৫০ হাজার কোটি টাকার মত কেনাকাটা হবে বলে মনে করা হচ্ছে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া টেডার্স বা CAIT-র পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।