ভারী বৃষ্টির কারণে শনিবার মুম্বইয়ের গ্র্যান্ড রোড স্টেশন রোডের (Grant Road Railway Station) কাছে ধসে পড়ল একটি আবাসনের বারান্দা। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই যুবক। ঘটনার সময় আবাসনের নিচে একটি দোকানের সিসিটিভিতে পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ওই দুই যুবক দোকানের নিচে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় এক মহিলা তাঁদের পেছন দিয়ে যাচ্ছিলে, সঙ্গে ছিল দুই তিন ব্যক্তিও। তখনই আচমকা ওপর থেকে ধসে পড়ে আবাসনের একাংশ। তবে যখন বারান্দার অংশটি ভেঙে পড়ছিল তখন ওই যুবক তড়িঘড়ি দোকানের মধ্যে ঢুকে পড়ে। আর তাঁরা ঢোকার পরেই দোকানের বোর্ডটিও বারান্দার ধ্বংসাবশেষের সঙ্গে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আর এই ভিডিওতে এও দেখা যায় ওই মহিলা কীভাবে চাপা পড়লেন।

শনিবার ওয়ের্স্টান লাইনের রুবিনা মঞ্জিল নামে একটি আবাসনের বারান্দা আচমকাই ধসে পড়ে। এই ঘটনায় এক মহিলার মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন ৩ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, টানা বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা ঘটেছিল। যদিও ঘটনার সময় ফ্ল্যাটে লোক ছিলেন, তাঁদের অবশ্য কিছু হয়নি। তবে এই ঘটনার পর ফ্ল্যাটের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়। মৃত মহিলার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, মহারাষ্ট্রে বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। জলমগ্ন মুম্বইয়ের একাধিক প্রান্ত। এমনকী স্টেশনের একাধিক জায়গায় জলের তলায় চলে গিয়েছে রেললাইন। যে কারণে ট্রেনগুলি নির্ধারিত সময়ের থেকে ১৫-২০ মিনিট দেরিতে চলছে। জলমগ্ন থাকার কারণে রাস্তাঘাটে জ্যাম হচ্ছে বলেও খবর। যদিও বেশিরভাগ জায়গাতেই জল নামানোর কাজ শুরু করেছে প্রশাসন।