এই ঘটনা বোধহয় আমাদের দেশেই সম্ভব। রেল স্টেশনের প্ল্যাটফর্মকেই (Platform) অটো স্ট্যান্ড (Auto Stand) বানিয়ে ফেলা হয়েছে। প্ল্য়াটফর্মেই যাত্রীদের নামিয়ে দিয়ে যাচ্ছে অটো (Auto), আবার ওখান থেকেই কখনও কখনও যাত্রী তোলা হচ্ছে। মুম্বইয়ের আম্বিভালি রেল স্টেশনে (Ambivli Rail Station) এই ছবির দেখা মিলবে। কিছু অটো চালক রেলের আধিকারিকদের, পুলিশকে ভয় না করেই এটা করছে। এই ঘটনায় অন্য যাত্রীরা আতঙ্কিত। অনেকেই জানিয়েছেন যে প্ল্যাটফর্ম থেকে যাত্রী না তোলার কথা বলা হলেও অটো চালকরা তা শুনছে না। একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে একটি অটোকে প্ল্যাটফর্মের উপরেই এক যাত্রীকে নামাতে দেখা যাচ্ছে। ভিডিও ভাইরাল হওয়ার পর ওই অটো চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে রেল। স্টেশনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অটো চালকদের সন্ধান শুরু হয়েছে।

দেখুন ভিডিও: