বিগত বেশ কয়েকদিন ধরে থানায় চুরি, ছিনতাই, ডাকাতির অভিযোগ আসছিল। যা নিয়ে তদন্ত শুরু করে বিশেষ তদন্তকারী দল। আস সেই তদন্তেই উঠে এল রাজ্যের অন্যতম বিরোধী দলের নেতার সহকারীর নাম। বারানসীতে (Varanasi) ডাকাতির ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্তের মধ্যে একজন উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাইয়ের আপ্তসহায়ক। তাঁর বিরুদ্ধে ডাকাতির পাশাপাশি চুরি, হেনস্থা সহ একাধিক অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে বারানসী কমিশনারেট পুলিশ। সেই সঙ্গে বাকিদের খোঁজেও তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

গ্রেফতার অমিত পাঠক

জানা যাচ্ছে, বারানসীতে বেশ কয়েকদিন ধরেই অপরাধমূলক ঘটনা বেড়ে গিয়েছিল। সম্প্রতি একটি ডাকাতির ঘটনার তদন্তে নেমে উঠে আসে বছর ৪৫-এর অমিত পাঠকের নাম। যিনি আবার উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাইয়ের আপ্তসহায়ক। ঘটনার তদন্তে নেমে শুক্রবার অমিতকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়। সেই সঙ্গে আরও এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। দুজনেই ডাকাত দলের সঙ্গে যুক্ত।

ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ

পুলিশসূত্রে খবর, ধৃত অমিত পাঠকের বিরুদ্ধে ডাকাতি ছাড়াও মহিলাদের হেনস্থার মতো গুরুতর অভিযোগ উঠছে। ফলে তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। যদিও এই প্রসঙ্গে কার্যত মুখে কুলুপ এঁটেছেন অপারেশন সিঁদুর নিয়ে কটাক্ষ করা কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রাই।