Uttarakhand Glacier Burst: উত্তরাখণ্ড বিপর্যয়: তপোবনের টানেল থেকে উদ্ধার ৭১টি মৃতদেহ, ৩০টি দেহাংশ

তুষারধস ও তার পরে হড়পা বানে (Uttarakhand Glacier Burst) বিপর্যস্ত উত্তরাখণ্ডের চামোলিতে (Chamoli) চলছে উদ্ধারকাজ। মোট ২০৬ জন নিখোঁজ ছিলেন। এ পর্যন্ত ৭১ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এছাড়াও ৩০টি দেহাংশ উদ্ধার করা হয়েছে তপোবনের একটি টানেল (Tapovan tunnel) থেকে। চামোলি জেলার যোশীমঠের তপোবনে নন্দাদেবী হিমবাহে ধস নামে। অলকানন্দা নদীতে ঋষিগঙ্গা বাঁধ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভারতীয় সেনাবাহিনী, আইটিবিপি, এনডিআরএফ এবং এসডিআরএফ কর্মীরা সুড়ঙ্গের ভিতরে ১০০ মিটার রাস্তা অতিক্রম করলেও কাদাজলে রাস্তা আটতে থাকার জন্য উদ্ধারকাজ ব্যহত হচ্ছে। সুড়ঙ্গটির প্রবেশপথ এবং নির্গমণপথ-সহ সমগ্র বিষয়টাই অত্যন্ত জটিল হওয়ার কারণে উদ্ধারকাজ স্লথ গতিতে হচ্ছে।

উত্তরাখণ্ডে তুষারধস (Photo Credits: ANI)

চামোলি, ২৫ ফেব্রুয়ারি: তুষারধস ও তার পরে হড়পা বানে (Uttarakhand Glacier Burst) বিপর্যস্ত উত্তরাখণ্ডের চামোলিতে (Chamoli) চলছে উদ্ধারকাজ। মোট ২০৬ জন নিখোঁজ ছিলেন। এ পর্যন্ত ৭১ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এছাড়াও ৩০টি দেহাংশ উদ্ধার করা হয়েছে তপোবনের একটি টানেল (Tapovan tunnel) থেকে। চামোলি জেলার যোশীমঠের তপোবনে নন্দাদেবী হিমবাহে ধস নামে। অলকানন্দা নদীতে ঋষিগঙ্গা বাঁধ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভারতীয় সেনাবাহিনী, আইটিবিপি, এনডিআরএফ এবং এসডিআরএফ কর্মীরা সুড়ঙ্গের ভিতরে ১০০ মিটার রাস্তা অতিক্রম করলেও কাদাজলে রাস্তা আটতে থাকার জন্য উদ্ধারকাজ ব্যহত হচ্ছে। সুড়ঙ্গটির প্রবেশপথ এবং নির্গমণপথ-সহ সমগ্র বিষয়টাই অত্যন্ত জটিল হওয়ার কারণে উদ্ধারকাজ স্লথ গতিতে হচ্ছে।

ইতিমধ্যেই নিখোঁজ ১৩৪ জনকে মৃত বলে ঘোষণা করেছে প্রশাসন। উত্তরাখণ্ড সরকার বিজ্ঞপ্তি জারি করে নিখোঁজদের মৃত ঘোষণা করে মৃত্যু শংসাপত্র দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসনকে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সচিব অমিত নেগি জানান, পরিবারের সদস্যদের নিখোঁজ ব্যক্তি সম্পর্কিত সব তথ্য দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকের কাছে হলফনামা আকারে জমা দিতে হবে। উপযুক্ত তদন্তের পরে মৃত্যুর শংসাপত্র জারি করবেন সেই আধিকারিক। আরও পড়ুন: Rahul Gandhi Swims in Arabian Sea: কেরালার সমুদ্রে সাঁতার রাহুল গান্ধির, সঙ্গী মৎস্যজীবীরা; দেখুন ভিডিও

৭ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের চামোলি জেলায় যোশীমঠের কাছে নন্দাদেবী হিমবাহ ফেটে অলকানন্দা এবং ধৌলিগঙ্গা নদীর জলস্তর বেড়ে গিয়ে হড়পা বানের সৃষ্টি হয়। তছনছ হয়ে যায় তপবনের কাছে গড়ে ওঠা একটি জলবিদ্যুৎ প্রকল্প৷

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now