Death, Representational Image (Photo Credit: File Photo)

দিল্লি, ৭ নভেম্বর: দশতলা বাড়ি থেকে পড়ে মেয়ের মৃত্যু হতেই জামাইয়ের বিরুদ্ধে আঙুল তুললেন শ্বশুর। দশতলা থেকে মেয়েকে ঠেলে ফেলে দিয়ে খুন করেছে জামাই। এমন অভিযোগ করে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউয়ের (Lucknow) একটি জেলা দায়রা আদালতের অবসরপ্রাপ্ত বিচারক। অবসরপ্রাপ্ত বিচারকের অভিযোগ, তাঁর মেয়েকে খুন করেছে জামাই। পুলিশ অভিযোগ পেতেই জোরদার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধে সাড়ে পাঁচটা নাগাড় লখনউয়ের আরাবল্লী অনক্লেভ সোসাইটির দশতলা থেকে অবসরপ্রাপ্ত বিচারকের মেয়ে পড়ে যান। ১০তলা থেকে নীচে পড়তেই ওই মহিলার মৃত্যু হয়। এরপরই জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে ফুঁসে উঠতে শুরু করেছে আদালতের অবসরপ্রাপ্ত বিচারক।

সারদা প্রসাদ তিওয়ারির অভিযোগ, তাঁর মেয়েকে ১০তলার ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বিয়ের পর থেকে তাঁর মেয়ে প্রীতিকে টাকার জন্য জবরদস্তি করত। টাকা না পেয়েই প্রীতিক তাঁর স্বামী ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে খুন করেছে বলে অভিযোগ করেন সারদা প্রসাদ তিওয়ারি।

পুলিশ প্রীতির দেহ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে ওই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয় পুলিশের তরফে।