Yogi Adityanath (Photo Credit: Twitter/ANI)

লখনউ, ১৮ জানুয়ারি:  নিজের কাজের মাধ্যমে বিজেপির সাংগঠনিক শক্তিকে আরও জোরদার করবেন অপর্ণা যাদব। অখিলেশ যাদবের ভ্রাতৃবধূর বিজেপিতে যোগদানের পর এমনই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন,  বিজেপির উন্নয়নে খুশি হয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের কাজে অভিভূত হয়েই অপর্ণা যাদব গেরুয়া শিবিরে এসেছেন। ফলে তাঁকে স্বাগত জানানো হয়েছে পদ্ম শিবিরে। এমনও মন্তব্য করতো শোনা যায় আদিত্যনাথকে (Yogi Adityanath)।

শুধু তাই নয়, নির্বাচনের ঘোষণার পর থেকেই সমাজবাদী পার্টি (SP) নিজেদের অপরাধপ্রবেণ মানসিকতার প্রকাশ করেছে। ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই সমাজবাদী পার্টি যেভাবে অপরাধীদের টিকিট দিতে শুরু করেছে, তাতে তাদের অপরাধপ্রবণ মানসিকতা যেমন সামনে আসছে, তেমনি তাদের মাফিয়াবাদ মানসিকতাও প্রকাশ্যে আসছে বলে মন্তব্য করেন যোগী আদিত্যনাথ।

আরও পড়ুন:  COVID 19: ১১ মার্চের পর মরশুমি জ্বর, সর্দি, কাশির রূপ নিতে পারে কোভিড: মত বিশেষজ্ঞর

আজ সকালে অখিলেশ যাদবের (Akhilesh Yadav)  ভ্রাতৃবধূ অপর্ণা যাদব বিজেপিতে যোগ দেন। অখিলেশ যাদবের ছোট ভাই প্রতীক যাদবের স্ত্রী অপর্ণা যাদবের বিজেপিতে যোগদানের পর থেকেই রাজনৈতিক মহলে জোর শোরগোল শুরু হয়েছে।