অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে আবার কেন্দ্রের সমালোচনায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সম্প্রতি তিনি অভিযোগ করেন, ভারতীয় বায়ুসেনার হাত বেধে রেথেছে কেন্দ্র সরকার। সেই কারণে অপারেশন সিঁদুরের প্রাথমিক পর্যায়ে ক্ষতি বিমান বাহিনীতে। বেশ কয়েকটি ফাইটার জেট ধ্বংস হয়েছে। যদিও রাহুলের এই দাবি তড়িঘড়ি খারিজ করে দেন ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল আমানপ্রীত সিং। তাঁর দাবি, কোনও সরকারের তরফেই এই বিষয়ে নিয়ন্ত্রণ করা হয়নি। তাঁদের পূর্ণ স্বাধীনতা ছিল পাকিস্তানে কীভাবে আক্রমণ করা যায় এই বিষয়ে। সেই কারণে তিন বাহিনীর সঙ্গে সমন্বয় স্থাপন করেই অপারেশন সিঁদুর লঞ্চ করা হয়েছিল।
রাহুলকে আক্রমণ বিজেপি
ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে এই ইস্যুতে মক্ষোম জবাব দেওয়ার পাল্টা আক্রমণ শুরু করে বিজেপি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু রাহুলের মন্তব্যের তীব্র নিন্দা করেন। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh) এই বিষয়ে রাহুলকে দেশদ্রোহী বলে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “যতদিন পাকিস্তানের তরফ থেকে এই বিষয়ে নিশ্চিত করবে না, ততদিন রাহুল গান্ধী এই নিয়ে কথা বলেই যাবে। আসলে উনি পাকিস্তানের ভাষাই বোঝেন”।
দেখুন কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য
Patna, Bihar: On Lok Sabha LoP Rahul Gandhi questioning the success of Operation Sindoor, Union Minister Giriraj Singh says, "Rahul Gandhi speaks the language of Pakistan. He does not trust the country’s army, the Defence Minister, or the External Affairs Minister. Rahul Gandhi… pic.twitter.com/MK0w1o4yVq
— IANS (@ians_india) August 10, 2025
রাহুলকে দেশদ্রোহীর তকমা গিরিরাজের
গিরিরাজ আরও বলেন, “দেশের সেনার প্রতি ওনার কোনও ভরসাই নেই। উনি বিদেশমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীর কথা বিশ্বাস করেন না। সুপ্রিম কোর্টও ওনার নাগরিকত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছেন। আসলে উনি একজন দেশদ্রোহী। ওনার গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত”।