প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে হামেশাই রাহুল গান্ধীর গলায় শোনা যায় আম্বানী-আদানিদের নাম। বিহারে বিধানসভা নির্বাচনের একাধিক জনসভাতেই এই ইস্যুতে সুর চড়িয়েছেন কংগ্রেস সাংসদ। তবে এবার এই নিয়ে সোনিয়াপুত্রের কড়া সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। তাঁর মতে, বারবার জনসমক্ষে আম্বানি-আদানিদের নাম নিয়ে কার্যত তাঁদের হয়েই প্রচার করছেন রাহুল। এদিকে সকলের সামনে তাঁদের নিন্দা করছেন, অন্যদিকে আম্বানির বাড়ির অনুষ্ঠানে গিয়ে কবজি ডুবিয়ে ভোজ খাচ্ছেন রাহুল, তেজস্বী ও অখিলেশরাই।
রাহুলকে নিয়ে কটাক্ষ গিরিরাজের
গিরিরাজ বলেন, “রাহুল গান্ধী গুড় খেতে খুব ভালোবাসেন। তাই একদিকে বিভিন্ন রাজ্যে গিয়ে মুকেশ আম্বানি, গৌতম আদানিদের নিন্দা করছেন, আবার অন্যদিকে রাজস্থান, ছত্তিশগড়ে যখন তাঁদের সরকার ছিল তখন এই আম্বানি-আদানিরা যাতে বিনিয়োগ করেন, তারজন্য অনেক চেষ্টা করেছিলেন। উনি লুকিয়ে গুড় খাবেন এবং প্রকাশ্যে গুড়ের নাড়ুর নিন্দা করবেন। এটাই এদের নীতি। রাহুল গান্ধী এভাবেই রাজনীতি করতে ভালোবাসেন”।
দেখুন গিরিরাজ সিংয়ের মন্তব্য
Begusarai, Bihar: On Lok Sabha LoP Rahul Gandhi's statement regarding PM Narendra Modi, Union Minister Giriraj Singh says, "...He eats 'gur' but avoids 'gula-gulla'. What is 'gula-gulla'? It is made from 'gur' itself. So, he is eating 'gur' but avoiding 'gula-gulla'. He was… pic.twitter.com/wO7df5rmXZ
— IANS (@ians_india) October 31, 2025
ছটপুজো বিতর্কে রাহুলের কড়া সমালোচনা গিরিরাজের
অন্যদিকে রাহুল গান্ধী ছটপুজো নিয়ে মন্তব্যের বিরোধীতা করে গিরিরাজ বলেন, “উনি ছট ব্রত, ছটপুজোর অপমান করেছেন। বিহারী হিুন্দুদের কাছে ছটপুজো একটা পবিত্র উৎসব, আর এই উৎসব নিয়ে উনি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। ওনার ডিএনএ বিদেশী। ওনাদের সংস্কৃতির মধ্যে এসব নাচ রয়েছে। কিন্তু বিহারী হিন্দু মহিলারা কী ছটপুজোর দিন নাচেন? তাহলে উনি যেটা বলেছেন, তারজন্য অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত”।