আমেরিকা সফরে গিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। মঙ্গলাবার ওয়াশিংটন ডিসিতে একটি সাংবাদিক সম্মেলনে যোগ দেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি ও আরএসএসের আবারও কড়া সমালোচনা করেন লোকসভার বিরোধী দলনেতা। তিনি বলেছিলেন, গোটা দেশে বিজেপি একটি ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছিল। তবে লোকসভা নির্বাচনের পর সেই আশঙ্কার রাজনীতি কেটে গিয়েছে। এখন আর আরএসএস, বিজেপি বা নরেন্দ্র মোদীকে কেউ ভয় পান না। একইসঙ্গে কংগ্রেস নেতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করার প্রসঙ্গও তোলেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, বিরোধীদের নির্মূল করার প্রয়াস করছিল বিজেপি সরকার। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে দেওয়া হয়ছিল। কিন্তু আমরা তারপরেও লড়েছি।
এবার এই প্রসঙ্গে পাল্টা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরীরাজ সিং। তিনি বলেন, ভারত স্বাধীন হওয়ার পর তুষ্টিকরণে রাজনীতি কংগ্রেসই প্রথম শুরু করেছে। এরাই শিখ সম্প্রদায়ের মানুষদের মেরেছে। এরা আবার আমাদের রাজনীতির শিক্ষা দিতে আসছে। এটা খুবই হাস্যকর একটি বিষয়। রাহুল গান্ধী লোকসভা নির্বাচনের আগে বলেছিলেন যে তাঁরা ৪০০টি সিট জিতবে, পরে তাঁরা বলে ৩০০টি সিট জিতবে। কিন্তু তাঁরা পারেনি। লাগাতার তিনবার কংগ্রেসকে নিয়ে ডুবেছেন রাহুল গান্ধী। ফলে ওনার বিষয়ে কথা বলা আমাদের শোভা পায় না। আসলে উনি লোকসভার বিরোধী দলনেতা তাই আমরা কিছুটা সম্মান করি।
#WATCH | Delhi: On Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi's statements in Washington, D.C, Union Minister Giriraj Singh says, "The Congress who post-independence has been doing appeasement politics, massacred the Sikhs is trying to teach a lesson...Rahul Gandhi said that he… https://t.co/NHqhi0SN3s pic.twitter.com/4wWiJkPJ9c
— ANI (@ANI) September 10, 2024
প্রসঙ্গত, সামনেই ভারতের তিন রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। ইতিমধ্যেই জম্মু-কাশ্মীর, হরিয়ানা, মহারাষ্ট্রে প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। লোকসভা নির্বাচনের পর কার্যত কংগ্রেসের অন্দরে আত্মবিশ্বাস বাড়লেও এই তিন রাজ্য নিয়ে যথেষ্ট আশাবাদী বিজেপি।