২০১৯ লোকসভা নির্বাচনে ৩০০টিরও বেশী আসনে জিতে দেশের ক্ষমতায় ফেরার পর বিজেপি ডাক দিয়েছিল পাঁচ বছর বাদে চারশোরও দিকে তাকাতে। INDIA জোট বাধা থেকে কর্ণাটকে হারের পর বিজেপির সেই আত্মবিশ্বাসে অনেকটা চিড় ধরেছিল। তবে হিন্দি বলয়ের তিন রাজ্য-মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে দারুণ ফলের পর বিজেপি নেতারা লোকসভা নির্বাচনে ৩৫০ আসনে জয়ের লক্ষ্যে ঝাঁপাতে চাইছেন।
কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তরপ্রদেশের সাংসদ কুশল কিশোর এদিন দাবি করলেন, "আগামী বছর লোকসভায় বিজেপি অন্তত সাড়ে ৩০০টি আসনে জিতবে, আর এনডিএ পাবে অন্তত ৪০০টি আসন।" তবে বিজেপির দারুণ ফলের পরেও আশঙ্কা থাকছে। কারণ দক্ষিণ ভারতে বিজেপি অবস্থা একেবারে খারাপ।
দেখুন ভিডিয়ো
#WATCH | Union minister and BJP leader Kaushal Kishore says," In 2024 Lok Sabha elections, BJP will win at least 350 seats and NDA will cross 400 seats." pic.twitter.com/Zb1VAYkGKH
— ANI (@ANI) December 4, 2023
বাংলার মত রাজ্যে যেখানে গতবার ১৮টি আসনে জিতেছিল গেরুয়া শিবির, সেখানেও তাদের এখনও সঙ্ঘবদ্ধ দেখাচ্ছে না। বিজেপি যে তিন রাজ্যে ভাল ফল করল, সেখানে গত লোকসভা প্রায় সব আসনেই জিতেছিল, ফলে সেখান থেকে তাদের আর নতুন কিছুই লাভের থাকছে না।