দিল্লি, ২৮ মার্চ: ভিডি সারভারকরকে (Savarkar) নিয়ে রাহুল গান্ধী (Rahul Gandhi) যে মন্তব্য করেছেন, তার জেরে প্রায় গোটা দেশের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সাভারকরকে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের জেরে তার তীব্র প্রতিবাদ করেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। উদ্ধবের পাশাপাশি শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতও বিষয়টি সরব হন। এসবের মধ্যে এবার মুখ খুললেন ভিডি সাভারকরের প্রপৌত্র রঞ্জিত সাভারকর। তিনি বলেন, উদ্ধব ঠাকরে এবং সঞ্জয় রাউতের মনে হয়ত সাভারকরের জন্য শ্রদ্ধা রয়েছে কিন্তু তাঁদের রাহুল গান্ধীকে এ বিষয়ে প্রশ্ন করা উচিত। রাহুল গান্ধী কেন সাভারকরকে নিয়ে এই ধরনের মন্তব্য করলেন, সে বিষয়ে তাঁকে প্রশ্ন করুন উদ্ধব ঠাকরে, সঞ্জয় রাউতরা। সাভারকরকে নিয়ে মন্তব্যের জেরে রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উটিত বলে মন্তব্য করেন রঞ্জিত সাভারকর।
এসবের পাশাপাশি রঞ্জিত সাভারকর আরও বলেন, তিনি রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন যদি কংগ্রেস সাংসদ ক্ষমা না চান। সাভারকরকে নিয়ে মন্তব্যের জেরে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন রঞ্জিত সাভারকর।