দিনেদুপুরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের ফারুখাবাদের সনতপুর মান্ডি এলাকায়। একটি কোচিং সেন্টারে (Coaching Centre Blast) বেসমেন্টে ঘটে এই বিস্ফোরণে। বিস্ফোরণের জেরে ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হয়েছেন কমপক্ষে ৭ জন। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আবার আশঙ্কাজনক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, সেপটিক ট্যাঙ্কে মিথেন গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ার কারণেই ঘটেছে এই দুর্ঘটনা।

দুর্ঘটনায় হয়েছে ২ জনের মৃত্যু

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এদিন দুপুর ৩টে ১৯ নাগাদ সান ক্লাসেস লাইব্রেরির বেসমেন্টে ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে সেন্টারের মূল গেট ছিটকে ১০০ থেকে ১৫০ মিটার দূরে পড়েছে। যদিও এই গ্রিলের কারণে কেউ চোট পায়নি। তবে আশেপাশে হতাহতদের দেশের অংশ পড়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স। তড়িঘড়ি মৃত ২ জন ও আহত ৭ জনকে উদ্ধার করে হাসপাতালেনিয়ে যাওয়া হয়।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

তবে হতাহতের নাম, পরিচয় এখনও কিছুই জানা যায়নি। যদিও শুধুই সেপটিক ট্যাঙ্কের কারণে দুর্ঘটনাটি ঘটেছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ফরেন্সিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।