কারুরে টিভিকের জনসভায় পদপিষ্টের ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ জনের। আহত ৫০ জনেরও বেশি মানুষ। হতাহতের তালিকায় রয়েছেন শিশু থেকে মহিলা সকলেই। এই দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই তামিলনাড়ু মুখ্যমন্ত্রী শোকপ্রকাশ করেছেন। ঘটনাস্থলে পাঠিয়েছেন প্রতিনিধি দল। এদিকে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন। অন্যদিকে, অন্যরূপ দেখা গেল টিভিকে সুপ্রিমো থালাপতি বিজয়ের (Thalapathy Vijay)। জনসভা বাতিল করে তিনি কার্যত বাসভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এমনকী এই ঘটনা নিয়ে এখনই কোনও মন্তব্য করতে নারাজ তিনি।

তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী

অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনা নিয়ে তামিলাগা ভেত্রি কাজাগাম দলের জনসভার ব্যবস্থাপনার দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁদের নিয়ে কড়া সমালোচনা করেছেন। এবং এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। পুলিশের তরফে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অন্যদিকে, থালাপতি বিজয়ে মুখ লুকিয়ে পালানোর ঘটনার কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল ডিএমকে ও বিজেপি নেতৃত্ব।

দেখুন থালাপতি বিজয়ের ভিডিয়ো

দেখুন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পোস্ট

গাফিলতির কারণেই ঘটেছে দুর্ঘটনা

কারুরে পদপিষ্টের ঘটনায় হতাহতদের ভিড় ক্রমশ বাড়ছে স্থানীয় হাসপাতালে। চিকিৎসকরা যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসার কাজ শুরু করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে আয়োজকরা ১০ হাজার ভিড় সামলানোর জন্য নিরাপত্তার দাবি করেছিলেন। কিন্তু জনসভায় ভিড় ছিল ৫০ থেকে ৬০ হাজারের। যা নিয়ন্ত্রণ করার মতো পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। ফলে চুড়ান্ত গাফিলতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে।