BJP Flag (Photo Credit: File Photo)

BJP NDA: গোটা দেশে একচেটিয়া রাজ করলেও, দক্ষিণ ভারতে একটা রাজ্যেও ক্ষমতায় নেই বিজেপি। এই বিষয়টি গেরুয়া শিবিরকে অস্বস্তিতে রাখে। আর গেরুয়া শিবিরের কাছে এখন দেশের দক্ষিণে সবচেয়ে বড় বাজি তামিলনাড়ু (Tamil Nadu)তে। গত লোকসভা ভোটের সময় বিজেপির সেই সময় রাজ্য সভাপতি আন্নামালাই দাবি করেছিলেন, স্ট্যালিনের ডিএমকে পরাস্ত করবেই তার দল। মিডিয়া কভারজেও তামিলনাড়ু মানেই বিজেপির আন্নামালাই হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু অনেক চেষ্টা করেও তামিল প্রদেশে খাতা খুলতে পারেনি গেরুয়া শিবির। এরপর আন্নামালাই-কে সরিয়ে নাইনার নগেন্দ্রন ( Nainar Nagendran)-কে তামিলনাড়ুর দায়িত্ব দিয়ে দ্বিগুণ উদ্যোমে ঝাঁপিয়েছে বিজেপি (BJP)। আগামী বছর পশ্চিমবাঙলার সঙ্গেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপির হাত ছাড়ল এনডিএ-র আরও এক শরিক দল।

কেন এনডিএ ছাড়ল শশীকলার বোনের ছেলের দল

এআইএডিএমকে (AIADMK)-কে পর এবার এএমএমকে (আম্মা মাক্কাল মুনেত্তা কাজাঘাম) (AMMK) (Amma Makkal Munnettra Kazagam) এনডিএ ছেড়ে বেরিয়ে গেল। প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ঘনিষ্ঠ বন্ধু শশীকলার বোনের ছেলে টিটিভি ধীনাকরণের ( TTV Dhinakaran) দল হল এএমএমকে (AMMK)। এমএমকে দলের প্রধান টিটিভি ধীনাকরণ অভিযোগ করলেন, বিজেপির রাজ্য সভাপতি নাইনার নগেন্দ্রন আমাদের দলকে কোণঠাসা করার সব চেষ্টাই করছেন। অথচ আমরা ওদেরই শরিক দল। নগেন্দ্রন জোট সঙ্গীদের ঠিকমত সামলাতে পারছেন না। উনি এদাপ্পাদি পালানিস্বামীকে প্রত্যেক দিন তোয়াজ করে চলেছেন। আমাদের দলের কর্মীরা কার্যত চাপ দিয়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করাল। আমার বোকা নই, যে আমাদের দলের কর্মীদের পরিশ্রমের বিনিময়ে বিজেপি এখান থেকে জিতে যাক।"প্রসঙ্গত, এআইডিএম-এর প্রাক্তন প্রধান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পালানিস্বামীর সঙ্গে আদায় কাঁচকলায় সম্পর্ক ধীনাকরনের। কারণ শশীকলাকে AIADMK-থেকে তাড়িয়েছিলেন পালানিস্বামীই।

দেখুন খবরটি

কোন বিধায়ক নেই AMMK-র

প্রসঙ্গত, ২০১৯ লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে বড় ব্যবধানে জিতে সাংসদ হওয়ার পর তামিলনাড়ু রাজনীতিতে প্রভাব বেড়েছিল শশীকলার বোনের ছেলে টিটিভি ধীনাকরণের। তবে দু বছর বাদে বিধানসভা নির্বাচনে কোনও আসন জিততে পারেনি তার দল AMMK। যদিও তাদের ৫-৭ শতাংশ ভোটব্যাঙ্ক তামিলনাড়ুর অন্তত ১২টি বিধানসভায় সরাসরি প্রভাব ফেলতে পারে।