সুদীপ রায়বর্মন( Photo Credit-ANI)

ত্রিপুরা, ১ জুন,২০১৯:‌ দীর্ঘদিন ধরেই ত্রিপুরা ( Tripura) সরকারের নজরে ছিলেন তিনি। গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রকের দায়িত্ব পাওয়ার পরেও তাঁর বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ উঠছিল ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী( Health Minister) সুদীপ রায় বর্মনের ( Sudip RoyBarman) বিরুদ্ধে। তলে তলে তিনি নাকি কংগ্রেসের ( Congress )সঙ্গে যোগাযোগ করছিলেন। ভোট মিটতেই তাঁকে মন্ত্রিসভা থেকে ছেঁটে ফললেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব( Biplab Dev)।

মোদির শপথ গ্রহন অনুষ্ঠান মিটতেই এই চরম পদক্ষেপ করার সিদ্ধান্ত নেন বিপ্লব দেব। সুদীপ রায়বর্মনকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি শুক্রবার। স্বাস্থ্য দপ্তর ছাড়াও সুদীপ রায় বর্মনের উপর একাধিক দপ্তরের দায়িত্ব ছিল। তথ্য প্রযুক্তি,পানীয় জল এবং শৌচাগার। শুক্রবারই মুখ্যমন্ত্রী ( Tripura Chief Minister)বিপ্লবদেব আনুষ্ঠানিকভাবে বিবৃতি জারি করে সুদীপ রায়বর্মনের দায়িত্বে থাকা সব দপ্তর অন্যমন্ত্রীদের মধ্য বণ্টন করে দেন। যদিও স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব নেওয়ার পর একাধিক জনকল্যাণ মূলক পদক্ষেপ করেছিলেন সুদীপ বর্মন। সরকারি হাসপাতালের অনেক অনৈতিক কাজের বিরুদ্ধে পদক্ষেপ করেছিলেন তিনি। গত এপ্রিলে এক চিকিৎসকরে নিরাপত্তার জন্য নিজের নিরাপত্তা রক্ষীদের নিয়োগ করেছিলেন তিনি।