তেইশের প্রথমেই বিধানসভা নির্বাচন সাঙ্গ হল ত্রিপুরা, (Tripura) মেঘালয় এবং নাগাল্যান্ডের। বছরের শুরুতেই ভোট হওয়ায় উত্তর-পূর্বের এই তিন রাজ্য নিয়ে শাসক দল এবং বিরোধীদের চাপানউতোর শুরু হয় জোর কদমে। উত্তর-পূর্বের এই তিন রাজ্যের ফলাফল কী হয়, সে দিকে তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডের ফল প্রকাশের আগে সোমবারই হবে এক্সিট পোল (Exit Poll) বা ভোট পরবর্তী বুথ ফেরৎ সমীক্ষা। কে বা কারা উত্তর-পূর্বের এই তিন রাজ্যে ক্ষমতা দখল করে, তার আভাস কিছুটা ভোট পরবর্তী সমীক্ষায় মেলে। ফলে পশ্চিমবঙ্গের পাশে বাঙালি অধ্যুষিত রাজ্যে ত্রিপুরার ফল কী হয়, সে দিকে নজর রয়েছে বাম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের। প্রসঙ্গত আগামী ২ মার্চ ত্রিপুরায় ভোটের ফল প্রকাশিত হবে। ত্রিপুরায় ভোটের ফল প্রকাশের আগে ২৭ ফেব্রুয়ারি এক্সিট পোলের দিকে তাঁকিয়ে সব পক্ষ।
কী হবে ত্রিপুরায়, তাকিয়ে সব পক্ষ...