Road accidents in India: ২০১৯ সালে পথ দুর্ঘটনায় দেড় লাখ এবং ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৪,৬১৯ জনের, তথ্য প্রকাশ NCRB-র

২০১৯ সাল, অর্থাৎ গত বছর দেশজুড়ে মোট ৪,৩৭,৩৯৬টি পথ দুর্ঘটনা (Road Accident) ঘটে। পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ১,৫৪,৭৩২ জনের এবং গুরুতর আহত হয়েছে ৪,৩৯,২৬২ জন। এনসিআরবি-র (NCRB) তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, বেশিরভাগ (৫৯.৬ শতাংশ) পথ দুর্ঘটনা ঘটেছে অতি দ্রুত গাড়ি চালানোর জন্য, এতে মৃত্যু হয়েছে ৮৬,২৪১ জনের এবং আহত হয়েছে ২,৭১,৫৮১ জন। ২০১৮ সালে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল ১,৫২,৭৮০, ২০১৭ সালে ১,৫০,০৯৩।

পথ দুর্ঘটনা(Representational ImageI Photo Credits: ANI)

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর: ২০১৯ সাল, অর্থাৎ গত বছর দেশজুড়ে মোট ৪,৩৭,৩৯৬টি পথ দুর্ঘটনা (Road Accident) ঘটে। পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ১,৫৪,৭৩২ জনের এবং গুরুতর আহত হয়েছে ৪,৩৯,২৬২ জন। এনসিআরবি-র (NCRB) তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, বেশিরভাগ (৫৯.৬ শতাংশ) পথ দুর্ঘটনা ঘটেছে অতি দ্রুত গাড়ি চালানোর জন্য, এতে মৃত্যু হয়েছে ৮৬,২৪১ জনের এবং আহত হয়েছে ২,৭১,৫৮১ জন। ২০১৮ সালে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল ১,৫২,৭৮০, ২০১৭ সালে ১,৫০,০৯৩। পড়ুন: Jammu and Kashmir Official Languages Bill: জম্মু ও কাশ্মীরের সরকারি ভাষা হবে উর্দু, কাশ্মীরি, ডোগরি, হিন্দি ও ইংরেজি; বিলে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার 

সমীক্ষা অনুযায়ী, মোট পথ দুর্ঘটনার ৩৮ শতাংশ ঘটেছে দু'চাকা গাড়িতে ট্রাক কিংবা লরির এবং গাড়ি এবং বাসের ধাক্কার জন্য। ২৫.৭ শতাংশ দুর্ঘটনা ঘটেছে বেপরোয়া কিংবা ওভারটেকের জন্য, এতে মৃত্যু হয়েছে ৪২,৫৫৭ জনের এবং আহত হয়েছেন ১,০৬,৫৫৫ জনের। খারাপ আবহাওয়া থাকার জন্য দুর্ঘটনা ঘটেছে মাত্র ২.৬ শতাংশ। গ্রামীণ অঞ্চলে পথ দুর্ঘটনা ঘটেছে মাত্র ৫৯.৫ শতাংশ (২,৬০,৩৭৯), শহরাঞ্চসে ৪০.৫ শতাংশ (১,৭৭,০১৭) এবং রেসিডেনসিয়াল এলাকায় ২৯.৯ শতাংশ (৪,৩৭,৩৯৬ দুর্ঘটনার মধ্যে ১,৩০,৯৪৩) দুর্ঘটনা ঘটেছে।

রেল দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও প্রকাশ করেছে এনসিআরবি। ২০১৯ সালে রেল দুর্ঘটনা ঘটেছে ২৭,৯৮৭ টি, এতে মৃত্যু হয়েছে ২৪,৬১৯ জনের এবং আহতের সংখ্যা ৩,৫৬৯। বেশিরভাগ (৭৬.৩ শতাংশ) দুর্ঘটনা ঘটেছে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে কিংবা রেলওয়ে ট্র্যাকে ট্রেনের ধাক্কায় (২৭,৯৮৭-র মধ্যে ২১,৩৬১)। রেলট্র্যাক দিয়ে পারাপারি করার সময় দুর্ঘটনা ঘটেছে ১,৭৮৮ টি, এতে মৃত্যু হয়েছে ১,৭৬২ জনের এবং আহতের সংখ্যা ১৬৫।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now