আগামী লোকসভা নির্বাচনে বিজেপির পতন হলে পরবর্তী কে প্রধানমন্ত্রী হবেন, এই প্রশ্নের জবাব দেন লালুপুত্র তেজস্বী যাদব (Tejashwi Yadav)। তিনি রাহুল গান্ধীকেই (Rahul Gandhi) আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন। তাঁর এই মন্তব্যের পরেই জোর বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিশেষ করে ইন্ডিয়া জোটের অন্দরে। বাকি শরিক দল রাহুলকেই আগামী প্রধানমন্ত্রী পদে দেখতে চাইছে কিনা, এই নিয়ে চর্চা শুরু হয়েছে। এদিকে তৃণমূলের তরফে এই প্রশ্নের জবাব একটু ইঙ্গিতপূর্ণভাবে ঘুরিয়ে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কুণালের ইঙ্গিতপূর্ণ মন্তব্য

কুণাল বলেন, “এই প্রশ্নের জবাব দেওয়ার আমি কেউ নই। দলের জাতীয় নেতৃত্ব এর জবাব দেবে। এটা আমার বিষয় নয়। যিনি মন্তব্য করেছেন, তাঁর এটা একান্তই ব্যক্তিগত মন্তব্য। তবে আমার মতে বিজেপিকে হারানোর জন্য সবথেকে বেশি দক্ষ কে এবং তিনিই প্রধানমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে থাকবেন যাঁর বিজেপির হারানোর রেকর্ড সবথেকে বেশি রয়েছে। ফলে তিনি কার্যত ঘুরিয়ে তেজস্বীর মন্তব্যের বিরোধীতা করলেন”।

দেখুন কুণাল ঘোষের মন্তব্য

বিহারে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন?

বিগত কয়েকদিন ধরে বিহারে নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছেন রাহুল গান্ধী। সঙ্গে রয়েছেন আরজেডি বিধায়ক তথা প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। এছাড়া বাকি শরিক দলের নেতারাও এই প্রচারে সামিল রয়েছে। রবিবার সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তেজস্বী রাহুলকে এগিয়ে রাখলেও তাৎপর্যপূর্ণভাবে এই বৈঠকে যখন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেব তেজস্বী এগিয়ে রাখা হয়েছে কিনা, এই প্রশ্নের উত্তর কিন্তু এড়িয়ে যান খোদ রাহুল গান্ধী।