ইন্দোরে শ্লীলতাহানির শিকার হতে হয়েছে বিশ্বকাপ খেলতে আসা দুই অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারের। শনিবার দিনভর এই ঘটনা নিয়ে চড়েছে বিতর্কের পারদ। শুধুমাত্র ক্রিকেট বা ক্রীড়া মহলেই এই নিয়ে বিতর্ক সীমাবদ্ধ নেই, বরং রাজনৈতিক ক্ষেত্রেও উঠেছে সমালোচনার ঝড়। তৃণমূল নেতা কুণাল ঘোষ এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন। সেই সঙ্গে ডবল ইঞ্জিন বিজেপি সরকার নিয়েও সমালোচনা করেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কড়া সমালোচনা কুণাল ঘোষের

তিনি এদিন বলেন, “মধ্যপ্রদেশে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকার রয়েছে। সেই রাজ্যে ইন্দোরের মতো শহরে আইসিসি মহিলা বিশ্বকাপের খেলা হচ্ছে। সেখানে খেলোয়াড়দের জন্য নুন্যতম নিরাপত্তা নেই। যে ঘটনাটি ঘটেছে, সেটা অত্যন্ত লজ্জাজনক একটি ঘটনা। বিজেপি শাসিত এই রাজ্যে মহিলারা একদমই সুরক্ষিত নয়, তা আবারও প্রমাণিত হয়েছে। ভারতীয় জনতা পার্টি আজ ভারতের মুখে কালি লাগিয়ে দিল। আন্তর্জাতিক দুনিয়ায় ভারতের মাথা হেট করে দিল”।

দেখুন কুণাল ঘোষের মন্তব্য

ইন্দোর অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারদের শ্লীলতাহানি

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ মধ্যপ্রদেশের ইন্দোরে একটি হোটেলের কাছে এমআইজি কলোনির খজরানা রোডের একটি ক্যাফেতে প্রাতঃরাশ করতে গিয়েছিলেন দুই মহিলা ক্রিকেটার। বাইকে করে তাঁদের পিছু নেয় আকিল খান নামে এক যুবক। দুজনের মধ্যে একজনকে শ্লীলতাহানি ও কটুক্তি করে ওই অভিযুক্ত। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।