নোয়াখালি হত্যাকাণ্ডের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে বিবেক অগ্নিহোত্রীর আগামী ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files)। শনিবার সেই ছবি ট্রেলার লঞ্চ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। যদিও টিজার প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের জন্ম নিয়েছিল। তবে এদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আচমকাই পুলিশি বাধা, বিদ্যুত সংযোগ বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে এদিন। এদিকে শনিবারের ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই শাসক শিবিরের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে বিজেপি, অন্যদিকে পাল্টা বিবেক অগ্নিহোত্রী সিনেমা নিয়ে বিরোধীতা দেখাতে শুরু করেছে তৃণমূল নেতৃত্ব।
বিবেককে আক্রমণ কুণালের
এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “ওটা প্রযুক্তিগত সমস্যা ছিল। এখানে আমাদের কোনও মন্তব্য নেই। আসলে বিবেক অগ্নিহোত্রী বিজেপির বিবেক। থুঁজে দেখুন উনি এখন বিজেপির অফিসে বসে আছেন। আর এই বিবেক অগ্নিহোত্রী মতো পরিচালকরা তো কখনও গুজরাট ফাইলস বানান না, মণিপুর ফাইলস করেন না, উত্তরপ্রদেশের উন্নাও, হাথরাস, প্রয়াগরাজের ঘটনা নিয়ে সিনেমা বানান না। কাশ্মীর, কেরল, বাংলাকে টার্গেট করে সিনেমা বানায়”।
দেখুন কুণাল ঘোষের মন্তব্য
Kolkata, West Bengal: On the screening of the film ‘The Bengal Files’, TMC leader Kunal Ghosh says, "That is a technical matter, we have no comment on it. But Vivek Agnihotri is BJP’s ‘Vivek’..." pic.twitter.com/jTIGAgdvlV
— IANS (@ians_india) August 16, 2025
বিতর্কের শীর্ষে ‘দ্য বেঙ্গল ফাইলস’
সিনেমা মুক্তির আগেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মতো ছবি। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, শ্বাশত চট্টোপাধ্যায়, পল্লবী যোশী, সৌরভ দাস, সিমরাত কৌর, অনুপম খেরের মতো অভিনেতারা। ছবিটি মুক্তি পাওয়ার কথা চলতি বছরেই।