Babul Supriyo (Photo Credit: Instagram)

কলকাতা, ২০ নভেম্বর: বাবুল সুপ্রিয়র গাড়ি ঘিরে ধরলেন বিজেপির কর্মী, সমর্থকরা। এরপর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে ধরে 'ভারত মাতা কী জয়' বলে স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। যা নিয়ে ফের উত্তপ্ত হয়ে ওঠে ত্রিপুরার রাজ্য রাজনীতি। পুরভোটের আগে রাজনৈতিক ডামাডোলে উত্তপ্ত ত্রিপুরা। এসবের মধ্যে এবার পুরভোটে প্রচারের উদ্দেশে ত্রিপুরায় গেলে, বাবুল সুপ্রিয়র গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী, সমর্থকরা। বিক্ষোভের আঁচ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তৃণমূল কংগ্রেস নেতার গাড়ি ঘেরাওমুক্ত করে।

ত্রিপুরায় পুরভোট উপলক্ষ্যে বেশ কিছুদিন ধরেই চড়ছে রাজনৈতিক পারদ। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের গাড়ি ঘেরাও হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, সবকিছু নিয়েই ত্রিপুরায় বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আর এবার পুর ভোটের প্রচারে বাবুল সুপ্রিয় ত্রিপুরায় গেলে, তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।

আরও পড়ুন:  Jammu And Kashmir: কুলগামে গুলির লড়াইয়ে খতম প্রথমসারির হিজবুল কমান্ডার, উত্তপ্ত জম্মু কাশ্মীর

কী বললেন বাবুল সুপ্রিয় দেখুন...

 

ঘেরাওমুক্ত হয়ে বাবুল নিজের সোশ্যাল হ্যান্ডেলে ট্য়ুইট করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বাবুল অভিযোগ করেন,আগরতলায় তাঁকে ঘিরে ধরা হয়। তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। বিজেপি যেভাবে রাজনীতি করছে, তাতে তাদের লজ্জা হওয়া উচিত বলেও মন্তব্য করেন বাবুল সুপ্রিয়। এমনকী, ত্রিপুরায় বিজেপির 'নোংরামো' তিনি দেখলেন বলেও গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন বাবুল সুপ্রিয়।