Tiranga Yatra 140525 (Photo Credit: X@ANI)

ভারতের সশস্ত্র বাহিনীর সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে, বিশেষ করে সম্প্রতি সমাপ্ত এবং সফল 'অপারেশন সিন্দুর'-এর উদযাপনে ভারতীয় জনতা পার্টি (BJP) মঙ্গলবার থেকে ১১ দিনব্যাপী 'তিরঙ্গা যাত্রা' শুরু করেছে। এই যাত্রা ২৩ মে পর্যন্ত চলবে। শুধু  বিজেপি শাসিত রাজ্য নয় দেশের বিভিন্ন স্থানে এই অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।১১ মে, রবিবার এক বৈঠকে অমিত শাহ, রাজনাথ সিং এবং জেপি নাড্ডা সহ দলের প্রবীণ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রীরা এই তিরঙ্গা যাত্রার প্রচার ও তাঁর বাস্তবায়ন নিয়ে ব্যাপক আলোচনা করেন।

মঙ্গলবার বিকাল ৪টায় শুরু হওয়া তিরঙ্গা যাত্রা সাধারণ নাগরিকদের মাঝে জাতীয় গর্ব এবং ঐক্যের অনুভূতি জাগানোর জন্য শুরু করা হলেও এই যাত্রা বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে স্বীকৃতি দেওয়ার উপরেই শুরু হয়েছে।বিজেপির লক্ষ্য হল সম্প্রদায় এবং অঞ্চল জুড়ে নাগরিকদের সঙ্গে সংযোগ স্থাপন করা, দেশপ্রেম, জাতীয় সংহতি এবং ত্রিবর্ণরঞ্জিত পতাকার প্রতি শ্রদ্ধার বার্তার উপর জোর দেওয়া।

এই অভিযানে বিশাল জনসমাবেশ, বাইক র‍্যালি, পতাকা উত্তোলন অনুষ্ঠান এবং 'অপারেশন সিন্দুর'-এর সাফল্য তুলে ধরার জন্য সচেতনতামূলক অনুষ্ঠান অন্তর্ভুক্ত করা হবে। বিজেপি বিশ্বাস করে যে তিরঙ্গা যাত্রা নাগরিক এবং সশস্ত্র বাহিনীর মধ্যে আরও গভীর সংযোগ গড়ে তুলতে সাহায্য করবে, মোদী সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্ব এবং জাতীয় নিরাপত্তার বার্তাকে আরও শক্তিশালী করবে। কেন্দ্রীয় নেতৃত্বের মতে এই যাত্রার লক্ষ্য দেশাত্মবোধের একটি দৃশ্যমান ঢেউ তৈরি করা, যেখানে দেশব্যাপী শহর, গ্রাম ও মফস্বলে তেরঙ্গা পতাকা উত্তোলিত হবে বীর সেনানীদের উদ্দেশ্যে।

আজ ওড়িশার ভুবনেশ্বরে শুরু হয়েছে এই যাত্রা। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি (Odisha CM Mohan Charan Majhi) ভারতীয় সশস্ত্র বাহিনীর সম্মানে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম থেকে তিরঙ্গা যাত্রার নেতৃত্ব দিচ্ছেন।

 

 

ভারতীয় সশস্ত্র বাহিনীর সম্মানে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Uttarakhand Chief Minister Pushkar Singh Dhami) র নেতৃত্বে দেরাদুনে 'তিরঙ্গা শৌর্য সম্মান যাত্রা'র সূচনা